You are viewing a single comment's thread from:

RE: No murder can be perfect - কোনো হত্যাকাণ্ড নিখুঁত হতে পারে না!

in Incredible India5 months ago (edited)

আপনার গল্পটি অনেক অসাধারণ হয়েছে দিদি। আমি গল্পটি সম্পূর্ণই পড়েছি, পড়ে যা বুঝতে পারলাম। আপনি একটি গল্পের মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।

মেয়েদের বিয়েটাই শেষ কথা নয়, শিক্ষিত সমাজে দাড়িয়ে যে অর্থ একটি মেয়ের বিয়েতে ব্যয় করা হয়, সেটা যদি তাকে প্রতিষ্ঠিত করতে ব্যবহার করা যায়

আপনার উপরের এই কথাটুকু তাৎপর্য অনেক। এখনো আমাদের সমাজের কিছু মানুষ বা পরিবার রয়েছে তারা এই জিনিসটি ভুলে যায় মেয়েরা যে অনেক কিছু করতে পারে। তারা ভাবে মেয়েদের বিয়ে দিলেই, সমস্যা সমাধান হয়ে যাবে। যৌতুক দিয়ে বিয়ে দিলে, মেয়ে সারা জীবন ভালো ভাবে থাকবে। আপনার পোস্টটি পড়ে জানলাম সহেলী ১৪ বছর পর তার সঠিক বিচার পেয়েছে, সহেলী যদি তার মা-বাবার কাছে সংসারের সমস্যার কথা বলতো! তাহলে হয়তবা আপনার গল্পের মাঝে সহেলী বেঁচে থাকত। আপনি সত্যিই বলেছেন এই পৃথিবীর বুকে হাজারো সহেলী রয়েছে যারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, তাদের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে মানুষ রূপী কিছু জানোয়ার। আপনার গল্প পড়ে আরেকটি বিষয় লক্ষ্য করলাম, আপনি গল্পের শেষের ফিনিশিং টি অনেক সুন্দর ভাবে দিয়েছেন। যা ছিল অতুলনীয়, যা ভাষা প্রকাশ করার মতো নয়। তমাল ছদ্মবেশে নাম পরিবর্তন করে রেখেছে জয়ন্ত আবার সে তার দ্বিতীয় স্ত্রীর নমিতা ফোন দিয়ে তার মায়ের সাথে যোগাযোগ করত। বেশি পাপ করলে সৃষ্টিকর্তা তখন ছাড়ে না, এটাই হয়েছে তমাল বাবুর ক্ষেত্রে।আপনার এই গল্পটি পড়ে আমি অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। প্রথম দিক হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা দ্বিতীয় দিক জীবনের সঠিক মানুষকে না পাওয়া ইত্যাদি। এত সুন্দর একটি রোমাঞ্চক গল্প আমাদের সাথে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন।

Sort:  

TEAM 7
Congratulation!!!
Your post has been supported. We support quality posts, good comments anywhere and any tags.
Curated By : @wirngo
TERM
AVENGERS ALLIES

 5 months ago (edited)

Thank you @wirngo sir

 5 months ago 

একেবারেই সঠিক, কথায় আছে পাপ চড়ে না বাপকে!

মানুষ নিজেদের যতই চতুর মনে করুক না কেনো একসময় সত্য বেরিয়েই আসে।
সাময়িক সফলতায় বিভোর কিছুজন নিজেদের পৃথিবীর শ্রেষ্ঠ চতুর মানুষ বলে গণ্য করে, কিন্তু তারা ভুলে যায় অদৃশ্য এক্ শক্তি প্রত্যেককেই সর্বদা নিরীক্ষণ করে চলেছেন।
ঘরোয়া নির্যাতন অব্যাহত কারণ বেশিরভাগ মেয়েদের এমন একটি ভুল শিক্ষা দিয়ে বড় করা হয়, আর সেখানে তাদের বলা হয়, বিয়ের পরে সেটাই তাদের বাড়ি, ভালো মন্দ মানিয়ে চলতে।

আমার প্রশ্ন কেনো? সর্বাগ্রে তারা একটি মানুষ। সমান বাক স্বাধীনতা সহ, ইচ্ছের বিরুদ্ধে জোর করে তাকে সংসার করতে হবে শারীরিক মানসিক নির্যাতনের সন্মুখীন হয়ে এটা কেমন কথা!

আমার জানা নেই, কারণ নিজের পায় দাড়াতে হবে এই শিক্ষাটা বোধহয় সর্বাগ্রে মাতা পিতার শেখানো উচিত।

এরপর, বিয়ে হয়ে গেলেই কেনো বাবার বাড়িতে সেই অধিকারের জায়গা হারিয়ে যাবে, যেখানে একটি মেয়ে অত্যাচারিত হচ্ছে জেনেও ঠাঁই পাবে না!

এরকম অনেক বিষয় আছে যেগুলো অনেকের প্রতিবাদী বলে মনে হতে পারে, তবে আমি এই শিক্ষায় বিশ্বাসী যে, শিক্ষা , সম্মানের উপরে সকলের সমানাধিকার।

সকলের সসম্মানে বাঁচার অধিকার আছে।

 5 months ago 

জি ম্যাম, আপনি সঠিক বলেছেন, আমি আপনার কথার সাথে সহমত পোষণ করি। এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আপনি আলোচনা করেছেন, আমাদের সাথে তার জন্য ধন্যবাদ।ভালো থাকবেন, সুস্থ থাকবেন,

TEAM 2

Congratulations! Your Comment has been upvoted through @steemcurator04. We support good comments anywhere..


TEAM-1.png

Curated by : @jyoti-thelight

 5 months ago (edited)

Thank you @jyoti-thelight madam