@sajjadsohan এই ঠান্ডায় এরকম একটি পার্টি হলে আর কি চাই?
এই সময়টা বছরের সবচাইতে কাছের সময়, তার কারণ এই সময় গলদঘর্ম হতে হয় না।
ওপার বাংলার মানুষ গ্রিল চিকেন পছন্দ করেন তার নিদর্শন আমি চাক্ষুষ করেছি। ভালো লাগলো আপনাদের আনন্দঘন মূহুর্তের সাক্ষী হতে পেরে।
আমরা প্রতিবছর সকল বন্ধুরা মিলে এরকম একটা আয়োজন করে থাকি, আয়োজন অনেক রকমের হয় তবে শীতের সময় এটা করে থাকি আমরা। সবসময় প্ল্যান থাকে সংখ্যা কয়েকজন থাকবো এটা পরবর্তীতে একজন একজন করে যুক্ত হতে হতে অনেক জন হয়ে যায়। আমরা সবাই মিলে একসাথে এরকম একটা মজা করতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা চমৎকার মন্তব্য করার জন্য।