You are viewing a single comment's thread from:

RE: জল রঙে আঁকা

in Incredible Indiayesterday

@isha.ish যদিও একটু বিলম্ব হয়ে গেলো তোমার অসাধারণ সৃষ্টির বিষয়ে নিজের মন্তব্য করতে, তারজন্য আন্তরিক ভাবে দুঃখিত!

একজন শিল্পীর কাজের মূল্যায়নের যোগ্যতা আমার নেই, তবে একজন দর্শক হিসেবে তোমার এই ছবি প্রশংসার দাবিদার।

আমার জানা নেই, কোন ভাবনা থেকে একজন মহিলার হাতে বই দিয়ে তাকে সোফায় বসানোর চিন্তা তোমার মাথায় এসেছে, তবে ছবিটি দেখে আমার গোয়েন্দা তিতিন মাসির চরিত্রটি চোখের সামনে ভেসে উঠল।

একজন মহিলা সত্যান্বেষী যিনি সংসার করেন যতটা মনোযোগ দিয়ে, ততটাই সত্যের পিছনে ছোটেন।
তোমার একাংশ গুন যদি নিজের মধ্যে থাকতো, অথবা যদি তোমার থেকে ধার পেতাম নির্ঘাত নিতাম।

আগে যখন এত টেকনোলজি ছিলনা, তখন বাড়ির মহিলারা দুপুরের খাবারের পর এই ধরনের বিভিন্ন ম্যাগাজিন নিয়ে সোফায় বসে পড়তেন।

মায়াপুরী ম্যাগাজিন অনেক নামকরা ম্যাগাজিনের একটি , এরপর ছিল পুজোসংখ্য পড়বার হিড়িক।

সবকিছু এখন পরিবর্তিত এবং বই পড়ার অভ্যেস ও তাই তোমার ছবিটি পুরোনো দিনের কিছু দৃশ্য ভাস্যমান হয়ে উঠল কিছু মূহুর্তের জন্য।

ভালো থাকো সবসময়।