You are viewing a single comment's thread from:
RE: Winners announcement monthly contest of March #2|Do you acknowledge accumulating protection should be our birthright?
প্রথমেই বিজয়ী সকলকে অনেক শুভেচ্ছা জানাই। কমিউনিটিতে আয়োজিত কনটেস্টের বিষয়বস্তুগুলো আমাদের জীবনের উপরে ভিত্তি করে নির্বাচিত হওয়ার পরেও, সেখানে অংশগ্রহণের তালিকা এতো সীমিত দেখে মাঝে মধ্যে অবাক লাগে। লেখার মধ্যে ভিন্নতা আনার জন্য এই কনটেস্টের ভূমিকা অনন্য। অথচ সবাই একঘেয়েমি লেখাতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে, এই ভিন্ন বিষয়বস্তু নিয়ে চিন্তাভাবনা করে নিজের মতামত প্রকাশে তাদের এতটুকুও ইচ্ছা প্রকাশ চোখে পড়ে না। মুষ্টিমেয় কয়েকজনকেই দেখি কনটেস্টে অংশগ্রহণ করতে, যেটা খুবই দুর্ভাগ্যজনক।