You are viewing a single comment's thread from:

RE: ফুল ফুটুক কিংবা নাই ফুটুক আজ বসন্ত 💕

in Incredible India7 days ago
  • বড্ড সুন্দর সুন্দর কিছু ফুলের ছবি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি হয়তো এতদিনে জেনেছেন সাদা রঙের যেকোনো ফুল আমার বড্ড প্রিয়। সেটা গোলাপ হোক, ডালিয়া হোক, জবা হোক, কিংবা রজনীগন্ধা। সাদা রঙের ফুলগুলোর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা কাজ করে।

  • এমন আম গাছ আমিও দেখেছি, যেখানে সারা বছর একদিকে আম আর একদিকে আমের মুকুল ধরে। এগুলোকে আমাদের এখানে বারো মাসী আম গাছ বলে। তবে হ্যাঁ আপনার শেয়ার করা একদম প্রথম ছবিটি, যেটা নীল ও সাদা রংয়ের সেই ফুলটিও যথেষ্ট সুন্দর।

  • আসলে ফুল ছোট হোক বা বড় প্রত্যেকেরই আলাদা সৌন্দর্য্য আছে। তবে আমরা ব্যক্তিগত ভাবে হয়তো কিছু ফুলকে একটু বেশি পছন্দ করি, আর কোনো কোনো ফুলকে শুধু পছন্দ করি পার্থক্য এটুকুই। কারণ অপছন্দের কোনো ফুল এই পৃথিবীতে ফোটে বলে আমি অন্তত বিশ্বাস করি না।

  • ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আর সত্যিই ভালোবাসার দিনে এরকম একটি ফুলের ফটোগ্রাফিতে ভরা পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ভালোবাসা প্রকাশের সব থেকে ভালো, সুন্দর ও মুগ্ধতায় ভরা মাধ্যম হলো ফুল।ভালো থাকবেন।

Sort:  
 7 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। আমার পোস্টে পড়ার জন্য,আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো।