ফুল ফুটুক কিংবা নাই ফুটুক আজ বসন্ত 💕
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
পহেলা ফাল্গুন, বসন্তের রঙে রাঙানো একটি মধুর উৎসব, প্রকৃতির হাসি, ভালোবাসা এবং আনন্দের এক বিশেষ দিন। আজকের এই দিনে একসাথে তিনটি আনন্দের উৎসব উদযাপিত হচ্ছে আমাদের বাংলাদেশে - পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস এবং মুসলিমদের জন্য বিশাল এক ইবাদতের রাত। আমি আপনাদের সাথে আজকের দিনটির মানানসই করার জন্য, তাই এই পোস্টটি শেয়ার করছি। এই পোস্টে থাকবে কিছু সুন্দর ফুলের ছবি এবং তাদের সম্পর্কে কিছু কথা।
আজকের দিনে সুভাষ মুখোপাধ্যায়ের কবির বিখ্যাত ডায়লগটি মনে পড়ছে - ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত! সত্যিই, বসন্তে ফুল ফুটে প্রকৃতি যেন নতুন জীবন পায়। আজকের এই দিনটি শুভ এবং প্রাণবন্ত, তাই আমি আপনাদের সাথে কিছু ফুলের ছবি শেয়ার করছি। আর আগের দিনের কবি লেখকদের বিশেষ একটি গুণ ছিল! তারা ঋতু পরিবর্তন দেখে বলে দিতে পারতো অনেক কিছু!
১. সাদা গোলাপ: সাদা গোলাপ ফুলটি আমি আমাদের পাশের এলাকার একটি নার্সারি থেকে তুলেছি। পৃথিবীতে নানা রঙের গোলাপ পাওয়া যায় - লাল, গোলাপি, সাদা, কালো। কালো গোলাপ খুবই বিরল, তবে গারো খয়রি গোলাপ মাঝে মাঝে দেখা যায়।
২. ডালিয়া: ডালিয়া একটি অসাধারণ ফুল, যা বিভিন্ন রঙে হয়। আমি এই ফুলটির ছবি তুলেছিলাম যমুনার একটি প্রজেক্টের বাসার মধ্যে, যেখানে একটি গাছ লাগানো ছিল। ডালিয়া ফুলের সৌন্দর্য একদম আলাদা।
|
---|
|
---|
৩. পেটুনিয়া ফুল (Surfinia Flowers) পেটুনিয়া ফুল দক্ষিণ আমেরিকান বংশোদ্ভূত একটি ফুল। যা আমাদের গ্রামগঞ্জেও রাস্তাঘাটে সাধারণত গাছটি হয়ে থাকে কলমি গাছ। এই কলমি ফুলের মতো দেখতে, এই পেটুনিয়া বিভিন্ন রঙের হতে পারে - সাদা, গোলাপি, বেগুনি ইত্যাদি। এই ফুলটি সৌন্দর্য এবং রঙে বিশেষ মনোহর।
৪. মোরগ ফুল: মোরগ ফুলটির নামকরণ হয়েছে এর আকৃতির কারণে, যা মোরগের মাথার ঝুটির মতো দেখতে। ফুলটির বিচিগুলো কালো দানার মতো এবং খুব সহজেই গাছটি রোপন করা যায়। আমি এই ফুলের গাছটি আমাদের বাসায় রোপন করেছিলাম, এবং খুব কম যত্নে এটি ভালোভাবে বেড়ে ওঠে।
৫. আম গাছ: এই আম গাছের ছবি আমি ১০-১৫ দিন আগে তুলেছিলাম, যখন আমি একটি কবরস্থানে গিয়েছিলাম। এমন সময়ের মধ্যে আম গাছের ফল দেখে ইচ্ছে হলো আম গাছের কিছু ছবি তুলি - এই সব কিছুই প্রকৃতির ঋতু পরিবর্তনের দ্রুততার ইঙ্গিত দেয়।
আজকে শবে বরাত, মুসলমানদের জন্য এক পবিত্র ও মহিমান্বিত রাত। এই রাতে আল্লাহ্ তাআলা সকল মানবজাতির গুনা মাফ করে দেন। যদি তারা সরল হৃদয়ে এবং পূর্ণ আত্মবিশ্বাসে ইবাদত করে। শবে বরাতের রাতে আমাদের দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত এবং মাগফিরাত লাভের বিশেষ সুযোগ থাকে।
এ রাতের তাৎপর্য অসীম। এটি কেবল পবিত্র ইবাদত ও ক্ষমার রাতই নয়, বরং আত্মার পরিশুদ্ধি ও মনের শান্তি লাভের একটি দুর্লভ সময়। ছোটবেলায় শবে বরাতের সময় বন্ধুবান্ধবের সাথে নামাজ পড়তাম। আমাদের জন্য এই রাত ছিল এক ধরনের মুক্তি, যেখানে রাতের বেলা বের হওয়ার সুযোগ মিলত - কারণ, সাধারণত রাতে ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল।
আজকের এই সাধারণ বিষয়বস্তু দিয়ে আমার পোস্টি শেষ করলাম। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তা দয়া করে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা রইল! 💕
টাইটেল দেখে ভাবছিলাম, হয়ত আওনার জীবনের কোনো গল্প শুনতে পারব। কিন্তু পোষ্টে ঢুকে দেখি আপনে ফুল নিয়ে কথা বলেছেন। তবে এটা সত্য, ফুল ফুটুক আর না ফুটুক আসজকে বসন্তই। ধন্যবাদ এতো সুন্দর একটা পোষ্ট শেয়ার করার জন্য।
আমার পোস্টটি সম্পূর্ণভাবে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
বড্ড সুন্দর সুন্দর কিছু ফুলের ছবি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি হয়তো এতদিনে জেনেছেন সাদা রঙের যেকোনো ফুল আমার বড্ড প্রিয়। সেটা গোলাপ হোক, ডালিয়া হোক, জবা হোক, কিংবা রজনীগন্ধা। সাদা রঙের ফুলগুলোর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা কাজ করে।
এমন আম গাছ আমিও দেখেছি, যেখানে সারা বছর একদিকে আম আর একদিকে আমের মুকুল ধরে। এগুলোকে আমাদের এখানে বারো মাসী আম গাছ বলে। তবে হ্যাঁ আপনার শেয়ার করা একদম প্রথম ছবিটি, যেটা নীল ও সাদা রংয়ের সেই ফুলটিও যথেষ্ট সুন্দর।
আসলে ফুল ছোট হোক বা বড় প্রত্যেকেরই আলাদা সৌন্দর্য্য আছে। তবে আমরা ব্যক্তিগত ভাবে হয়তো কিছু ফুলকে একটু বেশি পছন্দ করি, আর কোনো কোনো ফুলকে শুধু পছন্দ করি পার্থক্য এটুকুই। কারণ অপছন্দের কোনো ফুল এই পৃথিবীতে ফোটে বলে আমি অন্তত বিশ্বাস করি না।
ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আর সত্যিই ভালোবাসার দিনে এরকম একটি ফুলের ফটোগ্রাফিতে ভরা পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ভালোবাসা প্রকাশের সব থেকে ভালো, সুন্দর ও মুগ্ধতায় ভরা মাধ্যম হলো ফুল।ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। আমার পোস্টে পড়ার জন্য,আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো।
আপনাকেও পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানাই।। আজ ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত শুনতেই অনেক ভালো লাগে।। আর এই বসন্তের দিনে আপনি বিভিন্ন রকমের ফুল আমাদের মাঝে শেয়ার করেছেন এর মাঝে নাম না জানা ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
পহেলা ফাল্গুন ভালবাসা দিবস আর শবে বরাত তিনটি আনন্দের আধ্যাত্মিকতার মিলন ঘটেছে একসাথে। প্রকৃতি আজ রঙ্গিন রঙ্গে রঙ্গিত, হৃদয় ভালোবাসায় সিক্ত, আর আত্মা ইবাদতে মগ্ন। আপনার পোস্টটি যেমন সুন্দর ফুলের মত তেমনি মনে প্রশান্তি এনে দিল। ফুলের সৌন্দর্য যেমন চিরন্তন তেমনি আমাদের ভালবাসাও ইবাদত ও যেন হৃদয়ের স্থায়ী হয়ে থাকে। শুভ বসন্ত শুভ শবেবরাত এবং ভালোবাসার ভরা প্রতিটি দিন হোক অনাবিল আনন্দের।
আমার পোস্টটিতে এত সুন্দর একটি মন্তব্য করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আবার সেই ১৪ই ফেব্রুয়ারি আমাদের মুসলমানদের শবেবরাত্রি সবকিছু মিলিয়ে দিনটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল যে যার মত করে কাটিয়েছে আপনি ঠিকই বলেছেন ফুল ফুটুক বা না ফুটুক 14 ই ফেব্রুয়ারি বসন্ত।
তবে এটা ভুল অবশ্যই ফুল ফোটে চারপাশে ফুলের শামারহো দেখতে পাওয়া যায় আপনি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন কিছু নাম জানেন আবার কিছু নাম জানেন না আমিও অনেক ফুলের নাম জানিনা অসংখ্য ধন্যবাদ আপনাকে বসন্তকে ঘিরে আপনার মনের অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।