আপনার আজকের পোস্ট পড়ে বান্ধবীদের সাথে দীঘায় ঘুরতে যাওয়ার মুহূর্ত গুলোর কথা খুব মনে পরছে। কোথাও ঘুরতে যেতে আমিও ভীষণ পছন্দ করি আর সৌভাগ্যবশত আপনার হাজবেন্ডের মতন আমার হাজবেন্ডও ঘুরতে যেতে খুব একটা পছন্দ করে না, আবার আমাকে বাধাও দেয় না।
বছর খানেক আগে বান্ধবীদের সাথে প্ল্যান করে দীঘায় গিয়েছিলাম। বরের আপত্তি না থাকলেও অনেক সময় শাশুড়ি ও শ্বশুরমশাই এর আপত্তি থাকে, তবে সেইবার বাড়িতে বলাতেই ওনরা একবারেই রাজি হয়েছিলো। বিষয়টা আমাকে অবাক করেছিলো তবে শেষ পর্যন্ত দারুন খুশি হয়েছিলাম।
আমরাও বাসে করে গিয়েছিলাম এবং ভীষণ মজা করেছি। আমার বিশ্বাস আপনারাও ততটাই মজা করেছেন। পরবর্তী পোস্টে নিশ্চয়ই আপনাদের সেই মজার দৃশ্য গুলো দেখতে পারবো,সেই আশায় রইলাম।
হাজবেন্ডের সাথে ঘুরতে যাওয়ার এক অন্যরকম অনুভূতি, আর বোনদের সাথে বা বান্ধবীদের সাথে ঘোরার অনুভূতি একেবারেই অন্যরকম। অসংখ্য ধন্যবাদ আপনার যাত্রা শুরুর গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।