Contest of June #2 by @sduttaskitchen| My preference planned or surprise!

in Incredible India7 months ago
Grey Pastel Aesthetic Modern Fashion Photo Collage Facebook Post_20240622_014219_0000_014228.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের প্রত্যেকেরই আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আমার দিনটিও মোটামুটি ভালোই কেটেছে।

তবে আজকের দিনটি কিভাবে কাটালাম সেই গল্প নয় বরং, অনেকদিন বাদে আজ আমি অংশগ্রহণ করতে চলেছি, আমাদের কমিউনিটিতে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত জুন মাসের দ্বিতীয় কনটেস্টে।

আশা করছি ইতিমধ্যে আপনারা সকলেই পোস্টটি পড়েছেন এবং এই কনটেস্টের বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন। তবে যারা এখনো পোস্টটি পড়েননি, তাদের জন্য আমি লিংকটি আরো একবার শেয়ার করলাম।

POST LINK

চলুন এবার কনটেস্টে উল্লেখিত প্রশ্নগুলির নিরিখে আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করি। আশা রাখি আপনাদের সকলেরই আমার পোস্ট পড়তে ভালো লাগবে।

পোস্টের নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধু @marianavila, @adylinah@cruzamilcar63 কে আমন্ত্রণ জানাই, যাতে তারাও এসে এই কনটেস্টে অংশগ্রহণ করে, নিজেদের মতামত প্রকাশ করেন।

1672344690977_010726.jpg

চলুন শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে, -

"Do you love surprises or planned things to follow in your life? Share reasons behind your choice!"

ব্যক্তিগত জীবনে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে, বর্তমানে আমি এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে সারপ্রাইজ আমাকে আর ততখানি আনন্দ দেয় না, যতটা একটা সময় সারপ্রাইজের কথা ভেবেই আনন্দ পেতাম।

তার একটাই কারণ তখন বাস্তব অভিজ্ঞতার বড্ড বেশি অভাব ছিল এবং জীবনকে রং কল্পনার রং দিয়ে সাজাতে তখন অনেক বেশি ভালোবাসতাম। মনে হতো জীবনের প্রতিটি পর্যায়ে আমার জন্য কিছু না কিছু সারপ্রাইজ অবশ্যই থাকবে।

কিন্তু সময়ের পরিবর্তনে, জীবনে বিভিন্ন পরিস্থিতির চাপে পড়ে, বাস্তব অভিজ্ঞতা অর্জন করার পর, আমি বুঝেছি সারপ্রাইজ আসলে আমাদের জন্য ক্ষনিকের আনন্দ। তবে জীবনটাকে সঠিক পথে চালনা করার জন্য অবশ্যই আমাদের প্রতিটা জিনিস পরিকল্পনা করেই চলা উচিত।

যদিও আমি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিকল্পনা মাফিক চলতে পারি না। বরং বেশিরভাগ ক্ষেত্রে পরিকল্পনার উল্টোদিকেই চলে থাকি। জীবনে বাস্তব অভিজ্ঞতা অর্জন করলেও, হয়তো কল্পনার জীবন থেকে আজও পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি বলেই, সারপ্রাইজগুলো মাঝেমধ্যে হাতছানি দেয়। আর আমিও আমার পরিকল্পনা থেকে সরে আসি।

বর্তমানে জীবন এমন ভাবেই চলছে। তবে যদি ভবিষ্যৎ বলেন, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো জীবনের সমস্ত কিছু সঠিকভাবে পরিকল্পনা করে সামনের দিকে এগোনোর।

1672344690977_010726.jpg

"What are the pros and cons in both cases? Describe."

সবকিছুর ভালো-মন্দ দুটি দিক রয়েছে। তবে আমাদেরকে সব সময় এটা হিসেব করতে হবে, কোন জিনিসটাতে ভালোর ভাগ বেশি।

যদি সারপ্রাইজের কথা বলি তাহলে তার ফলাফল যেমন অনিশ্চিত, ঠিক তেমনি পরিকল্পনা অনুযায়ী জীবনে চলাটাও বেশ কিছু ক্ষেত্রে অনিশ্চিত হয়ে থাকে। তবে তুলনা করলে দেখা যায়, সারপ্রাইজটা পরিকল্পনা অনুযায়ী চলার থেকে আরও বেশি অনিশ্চিত। এই কারণে পরিকল্পনা মাফিক জীবনে এগানোটা অনেক বেশি শ্রেয়।

সারপ্রাইজের ভালো দিক অবশ্যই রয়েছে। আপনাকে কেউ সারপ্রাইজ দিক, বা আপনি কাউকে সারপ্রাইজ দেন, দুটো ক্ষেত্রেই ক্ষনিকের আনন্দ অনেকটা বেশি অনুভূত হয়। যে সারপ্রাইজ এর জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করেন, তেমন কোনো সারপ্রাইজ পেলে জীবনকে বড় সুন্দর মনে হয়। উল্টো দিকে যখন এই সারপ্রাইজ গুলি মনের মতো হয় না, তখন যেন মনে হয় বাস্তবে এর আদতেও কোনো অস্তিত্ব নেই।

পরিকল্পনা অনুযায়ী জীবনে চললে খুব কম ক্ষেত্রেই তা বাস্তবায়িত না হওয়ার সম্ভাবনা থাকে। আর যখন কোনো কিছু নিয়ে আমরা পরিকল্পনা করি, তখন সেটা সত্যি নাও হতে পারে, এই বিষয়টির সঙ্গেও কেমন যেন নিজেরা অভ্যস্ত হয়ে পড়ি। তাই যদি পরিকল্পনা অনুযায়ী সমস্ত কিছু জীবনে নাও ঘটে, তবুও সেই খারাপ লাগাটা যেন ততখানি হৃদয়কে ব্যাথিত করে না, যতখানি সারপ্রাইজ পূর্ণ না হলে কষ্ট হয়।

1672344690977_010726.jpg

"Share your memorable stories related to surprise and planned things or occasions."

IMG_20230722_225900.jpg

➡️জীবনে আমি অনেকবার অনেকের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি এবং অদ্ভুতভাবে তার সবকটি সফল হয়েছে। তবে সব থেকে যেটি আমার কাছে স্মরণীয় সেটি ছিলো, আমার মায়ের মৃত্যুর পর দিদির প্রথম জন্মদিনের সারপ্রাইজ। ও কিছুতেই সেদিন বাড়ি যেতে চাইছিলো না, আবার আমাকে নাও বলতে পারছিল না, যেহেতু আমি ওকে বারবার বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম।

সারাদিনভর আমি এবং আমার সব থেকে প্রিয় বান্ধবী রাখী ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করি। পায়েস রান্না করে তেজপাতা কেটে কেটে আমি পায়েসের বাটির উপরে সুন্দর করে লিখেছিলাম হ্যাপি বার্থডে।

ওর জন্য গিফট কিনে, সেটাকে আলমারির এমন একটা সেকশনে লুকিয়ে ছিলাম, যেটি জামা নেওয়ার জন্য ও সবার প্রথমে খুলবে। আর আলমারির ওই পাল্লাটায় গিফটের উপরে বেলুন দিয়ে এমন ভাবে আটকে রেখেছিলাম, যাতে যখন ও জামা নেওয়ার ওইটা খুলবে, বেলুনগুলো ওর গায়ে পড়ে যায় এবং সমস্ত বেলুন গুলো সরিয়ে যাতে ওর প্রিয় গিফট দেখতে পারে।

এরপর যখন ফ্রেশ হয়ে ও ঘরে আসবে, প্ল্যান করেছিলাম তখন সমস্ত লাইট বন্ধ করে দেবো। আর বেডরুমে ঘাটের ওপরে ছোট্ট একটা কেক, পায়েস আর একটা জ্বলন্ত মোমবাতি থাকবে।

যাতে দরজা খুলেই ও প্রথমে ওই জ্বলন্ত মোমবাতিটা দেখতে পারে। যেমনভাবে প্ল্যান করেছিলাম প্রতিটা জিনিসই তেমনভাবেই হয়েছিলো। আর সেদিনের মতন সারপ্রাইজ ও জীবনে কখনো পায়নি, আর আমিও খুশি হয়েছিলাম ওর আনন্দ দেখে।

IMG-20230708-WA0011.jpg
IMG_20230704_192756.jpg
IMG_20230704_192839.jpg
IMG_20230704_192852.jpg

➡️আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক সারপ্রাইজের আশা করেছি, কিন্তু তেমনভাবে কখনোই কেউ আমাকে সারপ্রাইজ দিতে পারেনি। তবে গত বছর শুভর প্রচেষ্টাটা আমাকে আনন্দিত করেছিলো। আমাদের একসাথে থাকার পনেরো বছর উপলক্ষে, ও সুন্দর একটি সারপ্রাইজ প্ল্যান করেছিলো। যেটা সম্পর্কে আমি পূর্বের একটি পোস্টে লিখেছি।

বন্ধ ঘরের মধ্যে সুন্দর একটি কেক, গোলাপ, লাইট সবকিছু সাজিয়ে দরজা বন্ধ করে রেখেছিল এবং আমাকে ফোন করো কিছু একটার জন্য উপরে ডেকেছিলো। আমি যখন উপরে গিয়ে দেখলাম পুরো ঘর অন্ধকার, আমি ভেবেছি কারেন্ট নেই। আর সেই বিষয়ে কথা বলতে বলতেই যখন ঘরে ঢুকলাম, তখন পুরো বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম।

আর সবথেকে যেটা বেশি আমাকে স্পর্শ করেছিলো, সেটি হচ্ছে একটি গান। যে গানটি ওর আর আমার ভালোবাসার মুহূর্ত গুলিকে মনে করায়। এইরকম অনেক সারপ্রাইজ পাওয়ার আশা আমি পূর্বেও করেছি, কিন্তু কথায় আছে সঠিক সময় না হলে কোনো কিছুই বোধহয় আমাদের প্রাপ্তি হয় না।

➡️দুটি ক্ষেত্রের মধ্যে, প্রথমটি আমার দিদির জন্য সারপ্রাইজ ছিলো, তবে আমি প্রত্যেকটা জিনিস প্ল্যান করেছিলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে শুভ আমাকে সারপ্রাইজ দিয়েছিলো, কিন্তু প্রতিটা জিনিস ও প্ল্যান করেছিল।

1672344690977_010726.jpg

"Have you ever been unsuccessful after planning things? Share your story if any."

আমি জীবনে খুব কম মানুষের জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। তবে যতদিন আমি এটা করেছি বা যাদের জন্য করেছি এখনো পর্যন্ত কখনোই আমি অসফল হয়নি।

কারণ আমার সারপ্রাইজ কখনোই বিশাল কিছু হয় না। সেগুলো খুব সামান্য, সাধারন, বাস্তবিক হয়ে থাকে, তবে সেই মানুষটির থেকে আড়াল করার চেষ্টা বরাবর করি, যার জন্য আমি কিছু প্ল্যান করি।

আর যখনই সেটা আশ্চর্যজনকভাবে সেই ব্যক্তিটির সামনে আসে, তারা বরাবর আনন্দিত হয়েছে এবং জিনিসগুলো তাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। তাই আমি মনে করি আমার সারপ্রাইজ প্ল্যান গুলি সর্বদাই সফল হয়েছে।

1672344690977_010726.jpg

"Conclusions"

কনটেস্টে জিজ্ঞাসিত প্রশ্নগুলির পরিপ্রেক্ষিতে এই ছিল আমার নিজস্ব মতামত, যেগুলো আমি আমার মতন করে উপস্থাপন করার চেষ্টা করলাম। সম্পূর্ণ পোস্ট পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা নিজেরাও আপনাদের মতামত উপস্থাপন করবেন, এই আশা রেখে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
 7 months ago (edited)

দিদি আপনার এই গল্প পড়ে আমার অনেক ভালো লাগলো। আপনি সবার জন্য সারপ্রাইজের এরেঞ্জ করেন। এটা শুনে অনেক ভালো লাগলো। আর আপনি সবার জন্য সারপ্রাইজের করেন, এবং সেই সারপ্রাইজ অ্যারেঞ্জে করে আপনি সফল হন। সবাই সারপ্রাইজ এরেঞ্জ করে সফল হতে পারে না।আমি আশা করব আপনি আরো আমাদেরকে এইরকম গল্প তুলে ধরবেন। যাতে করে আমরাও আপনার থেকে কিছু শিখতে পারি। ধন্যবাদ দিদি ভালো থাকবেন।

 7 months ago 

অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। আসলে আমি খুব সিম্পল ভাবে সবকিছু আয়োজন করেছি, তাও খুব কম সংখ্যক মানুষের জন্য। সেই কারনেই বোধহয় সারপ্রাইজ দিতে সফল হয়েছি। আপনাকেও অনুরোধ করবো কনটেস্টে অংশগ্রহণ করে নিজস্ব মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 7 months ago 

সর্বপ্রথম আপনার জন্য শুভকামনা রইল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি এই প্রতিযোগিতা প্রতিটা প্রশ্নের উত্তর খুবই সুন্দর ভাবে উল্লেখ করেছেন যেটা দেখেন নিজের মনটা ছুয়ে গেলো।

এটা জানতে পেরে অনেক ভালো লাগলো যে আপনি অনেক মানুষের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছেন। কিন্তু সবচেয়ে বেশি আপনার কাছে স্মরণীয় দিন ছিলো আপনার আম্মা মারা যাওয়ার পরে আপনার দিদির প্রথম জন্মদিনের সারপ্রাইজ।

আসলে বোন হিসাবে আপনি আপনার দিদির জন্য সারপ্রাইজ রেখে দিয়েছিলেন এবং এটা সফল হয়েছে এবং এটা আপনার কাছে স্মরণীয় ছিল এটা জেনে আমি ও অনেক আনন্দিত উপভোগ করেছি।

 7 months ago 

দিদির জন্মদিনে আরও কয়েকবার সারপ্রাইজ দিয়েছি, তবে সেই বার প্রথম ছিলো, আর সবথেকে সুন্দর ভাবে আয়োজন করেছিলাম। আর ঐ বার দিদিও অনেক খুশি হয়েছিল। তাই ঐটাই আমাদের জন্য সেরা ছিলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। কনটেস্টে অংশগ্রহণ করার অনুরোধ রইলো। ভালো থাকবেন।

Loading...
 7 months ago 

আপনার কনটেস্ট টা আপনি অনেক সুন্দর করে আমাদের সামনে উপস্থাপনা করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনি যেভাবে সারপ্রাইজ দেন আসলে আনন্দের বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এত সুন্দর একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন সবসময়ের জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করে সৃষ্টিকর্তার কাছে।

 7 months ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আসলে কাছের মানুষের জন্য কিছু করতে পারাটাই আনন্দের। আর যখন সারপ্রাইজ পেয়ে উল্টো দিকের মানুষটি খুশি হয়, তখন আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। ভালো থাকবেন।

 7 months ago 

আরে বাহ চমৎকারভাবে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের সাথে শেয়ার করেছেন। এটা ঠিক জীবনের সারপ্রাইজ পেলে অনেক বেশি আনন্দ লাগে। কিন্তু সেটা মাত্র ক্ষণিকের সময়ের জন্য। আমার কাছে মনে হয় জীবনটাকে অবশ্যই প্ল্যান করে পরিকল্পনা করে চলা উচিত। কল্পনার জগত থেকে বের হয়ে এসে বাস্তবতার সম্মুখীন আমরা যখন হই। তখন কিন্তু আমাদের সারপ্রাইজ আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। তাই জীবনে যতটুকু সম্ভব পরিকল্পনা করে একটু একটু করে এগিয়ে যাওয়ার মধ্যেই আনন্দ আছে। ধন্যবাদ চমৎকারভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন।

 7 months ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। সত্যি এবারের কনটেস্টের বিষয়বস্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা কমবেশি প্রত্যেককেই সারপ্রাইজ পেতে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আবার এটাও জানি সেটা ক্ষণিক সময়ের জন্য।
আপনি ঠিকই বলেছেন, ছোটবেলায় এই সারপ্রাইজের কথা শুনলেই মনের ভেতর একটা অন্যরকম অনুভূতি কাজ করতো।
কিন্তু এখন বাস্তবতার সম্মুখীন হয়ে সারপ্রাইজ পাওয়ার পরেও তেমন অনুভূতি কাজ করে না।

আপনার জন্য সবসময় শুভকামনা রইল। ভালো থাকবেন।