"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India9 days ago (edited)
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...PRhNdpUMZHAG5Q118KGvdT21d91HB6qPdEDxFdtwoANd47jRKNUh4u1rhUoyJkPGtPn9yPmgiDancyJTb51b3b3UcGTjoy1crRpxaZFoYnPiAQHSb8UAC3bbt2.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কাটেছে।

দিন দিন শীতের মাত্রা এতো বেশি বাড়ছে যে, রোদ্দুর থেকে উঠতে মনে চাইছে না। সকালের সমস্ত কাজ সম্পন্ন করে কিছুক্ষণ হলো ছাদে এসে বসেছি। বেশ ভালই লাগছে কিন্তু রোদ্দুর থেকে উঠে গেলে আবার যেমন ঠান্ডা তেমনই।

যাইহোক এখানে বসেই আপনাদের সাথে আজকে সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি, যেখানে গত সপ্তাহের সকলে কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ আমি শেয়ার করবো। চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"ডেলিগেশন সংক্রান্ত কার্যক্রম"

IMG_20250109_125706.jpg

আপনার অনেকেই জানেন, আমাদের কমিউনিটিতে বেশ কিছু নতুন সদস্য যুক্ত হয়েছেন। তাদের সকলকে ডেলিগেশন সম্পর্কিত ধারণা দিলেও, ডেলিগেশন দেওয়ার উপকারিতা সম্পর্কে জানালেও, ডেলিগেশন কিভাবে করতে হয় সেটা অনেককেই হাতে ধরে শিখিয়ে দিতে হচ্ছে। কারণ একটা সময় যখন আমরা নতুন ছিলাম আমাদেরকেও অ্যাডমিন ম্যাম একই রকম ভাবে শিখিয়েছিলেন।

এই সপ্তাহে আমিও একজন দিদিকে হেল্প করেছিলাম এবং তিনি সুন্দরভাবে কমিউনিটিতে ডেলিগেশন করেছেন। আসলে কমিউনিটির অ্যাকাউন্ট আমাদের প্রত্যেকের জন্য জরুরী। তাই সেই অ্যাকাউন্টে ডেলিগেশন করাটা আমাদের দায়িত্ব। তাই যাদের পক্ষে সেটা করা সম্ভব, তাদের সবাইকে অনুরোধ করবো ডেলিগেশন বৃদ্ধির মাধ্যমে কমিউনিটির পাশে থাকার জন্য।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnznMQKYnSE5aijB6SD5Vji94CgabJxQrbVJzzokBzra7XLQLE4TnqSZNkEX2JpMosNjVTgP9UFVRsGNihU.png

আপনারা সকলেই জানেন আমাদের কমিউনিটিতে প্রতি সপ্তাহে একটি করে কনটেস্ট অ্যানাউন্স করা হয়। গত সপ্তাহে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্টে শেষ হয়েছে। তবে বর্তমানে কমিউনিটিতে কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্ট চলছে। যার বিষয়বস্তু হিসেবে নতুন বছরে আপনার নতুন লক্ষ্যের বিষয়ে নিজস্ব চিন্তাভাবনা ও অনুভূতিগুলি উপস্থাপন করতে হবে।

আমার মনে হয় নতুন বছরে এইরকম একটি কনটেস্টে অংশগ্রহণ করা আমাদের সকলের জন্যই বেশ আনন্দের। কারণ নতুন বছরে আমরা প্রত্যেকেই নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করি। তাই সেগুলো যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন, হয়তো আমাদের জীবনের লক্ষ্যের কিছুটা পরিবর্তন আসতে পারে। আমি অবশ্যই এই কনটেস্টে অংশগ্রহণ করবো, পাশাপাশি অনুরোধ করবো আমার সকল বন্ধুদের এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। যারা এখনো পর্যন্ত পোস্টটি পড়েননি,লিংকটি তাদের জন্য আরও একবার নিচে দিলাম-

কমিউনিটি কনটেস্ট

1672344690977_010726.jpg

"অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YAorCCj1sGJorkq3NmRubjWbkMeA67jNnKBAvhW8zvabUji7JoH1szjkzyVoDxEoeQ82JfjFLYigiYZL.png

আশাকরি ইতিমধ্যে আপনারা সকলেই গত সপ্তাহের কনটেস্টের উইনার অ্যানাউন্সমেন্ট পোস্ট পড়েছেন, যে কনটেস্ট অ্যাডমিন ম্যাম দ্বারা আয়োজিত হয়েছিলো। আর বিষয়বস্তু হিসেবে তিনি নির্বাচন করেছিলেন আমার শহর এবং শহরের প্রতি আমার নিজস্ব মতামতকে। দুঃখজনকভাবে খুব বেশি ইউজার সেখানে অংশগ্রহণ না করলেও, যে কয়েকজন অংশগ্রহণ করেছেন তাদের পোস্টের মাধ্যমে তাদের শহরের প্রতি তাদের ব্যক্তিগত অভিমত, খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং প্রত্যেক সপ্তাহের মতনই সেই কনটেস্টের সমস্ত ডিটেলস আমি ম্যামকে মেইল করে পাঠিয়েছিলাম।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png

গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টে বেশ কিছু ইউজারের কার্যক্রম ভীষণ উৎসাহমূলক ছিলো। আসলে একটা সময় যারা এই কমিউনিটির এনগেজমেন্টের শীর্ষে ছিলেন, মাঝখানে তাদের কার্যক্রম বড্ড বেশি নিম্নমুখী ছিলো, যেটা আমার জন্য ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগার ছিলো। তবে পূর্বের মতো তারা নিজের জায়গায় ফিরে আসতে পেরেছেন দেখে বেশ ভালো লেগেছিলো।

তবে হ্যাঁ এখানে আমি আমার নিজের প্রতিও যথেষ্ট নিরাশ ছিলাম। কারণ আমারও পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। অবশ্য চেষ্টা করিনি এমনটা নয়,তবে কখনো কখনো পরিস্থিতি একেবারেই সাথ দেয় না এই যা। তবে এই সপ্তাহে আবার চেষ্টা করবো নিজের কার্যক্রম উন্নত করার।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20250106_085920.jpg

পরিস্থিতি যতটাই বিপরীতে থাক না কেন, বুমি সংক্রান্ত কার্যাবলীর দায়িত্ব একান্তই আমার উপরে রয়েছে। তাই পোস্ট না করলেও, ভেরিফিকেশন না করলেও বুমিং সংক্রান্ত কাজের দায়িত্বটি আমাকে পালন করতেই হয়। তাই চেষ্টা করি সমস্ত রকম পরিস্থিতিতে দাঁড়িয়েও এই কাজটা যাতে সচেতনতার সাথে করতে পারি। কারণ এই কাজে ভুলের সত্যিই কোনো জায়গা নেই।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20250109_125622.jpg

হসপিটাল থেকে ফিরে আসার পর থেকে আমি নিয়মিতভাবে আবার ভেরিফিকেশন করছি। তবে হ্যাঁ ভেরিফিকেশন করতে গিয়ে বেশ কিছু ইউজারের কার্যক্রম আমার কাছে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। একটা বিষয় আমি অবশ্যই সকলকে জানাতে চাই, প্রত্যেক ক্ষেত্রে আমরা যে শুধুমাত্র টুলস এর উপরেই ভরসা করবো, এমনটা যারা ভাবছেন তারা কিন্তু ভুল ভাবছেন।

এতদিন ধরে ভেরিফিকেশন করতে গিয়ে পোস্ট পড়ারযে অভ্যাস তৈরি হয়েছে, তাতে আপনাদের প্রত্যেকের লেখার দক্ষতা সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে। তাই খুব সহজেই যদি আপনারা মনে করেন আমরা পোস্ট না পড়ে ভেরিফিকেশন করবো, তাহলে কিন্তু সেটা আপনাদের ভুল ধারণা। তাই প্রত্যেকেই চেষ্টা করবেন নিয়ম বহির্ভূত কোনো কাজ না করার, যাতে আপনার এই প্লাটফর্মের পথ চলা সুদীর্ঘ থাকে

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

এই কমিউনিটিতে শুরুর দিন থেকে আমি একজন ইউজার ছিলাম এবং আজীবনকাল সেটা হয়ে থাকতে চাই। তাই ইউজার হিসেবে কমিউনিটির প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে, প্রতিদিন নিজের লেখা পোস্ট কমিউনিটিতে শেয়ার করা আমার কর্তব্য। আমি এই কর্তব্যটি পালন করা সর্বোচ্চ চেষ্টা করি এবং আগামীতেও এই চেষ্টাই থাকবে। গত সপ্তাহে আমি কি কি পোস্ট করেছিলাম চলুন একবার আপনাদের সাথে শেয়ার করি, -

No.DateTitleThumbnail
01.03-01-2025"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...PRhNdpUMZHAG5Q118KGvdT21d91HB6qPdEDxFdtwoANd47jRKNUh4u1rhUoyJkPGtPn9yPmgiDancyJTb51b3b3UcGTjoy1crRpxaZFoYnPiAQHSb8UAC3bbt2.png
No.DateTitleThumbnail
02.04-01-2025""নতুন বছরের প্রথম দিন- একটু অন্যরকম""JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81iYB7sE7q1oUYkx5HeWSUVibcdhPrwrdsHa5T61vnidJmVjXiHKDejvs3ZPftBTigQcTiHkvNZwTz1dBTawmNDJ7jADta.jpeg
No.DateTitleThumbnail
03.05-01-2025"The January Contest#1 by sduttaskitchen-.Me and my city!"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z29y75c47ZrPoQjhSMNnJArNofuydzimwqHhKNXtS9hHdYbj8Z1ksiCnc1f6BaZDavdZg4tJXvP7a9kDjFoG2cNRtCpKG.jpeg
No.DateTitleThumbnail
04.06-01-2025"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png
No.DateTitleThumbnail
05.07-01-2025""শীতকালীন নতুন আলু‌ দিয়ে সুস্বাদু তেলাপিয়া মাছের ঝোল""JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81LRWMKzyctgRLdXC8mkh6GTcRRdggka4hNGAZJ2uJcvh9qmHe5m1wLdfFVU1UW7aAExiR2YNpcmgb5aqguByWMAi2qVTc.jpeg
No.DateTitleThumbnail
06.08-01-2025""বেশ কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি""JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ykUWRLe5e1CjMtBXF2dTSN6nUET41BgDo5GmfafqbHRvZBR41Rgtb6t8aJ5cvqrVtBBzKeK4EdM61a7gccpB18rXGzUnJ.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট, যেখানে গত সপ্তাহের কার্যাবলী সংক্ষিপ্ত বিবরণ আমি দিলাম। সত্যি কথা বলতে সপ্তাহ শেষে এই পোস্টটি লিখতে আমার বেশ ভালো লাগে, যেখানে নিজের কাজের প্রতি নিজে একবার চোখ বুলিয়ে নিতে পারি, জানতে পারি কোথাও কোনো খামতি রয়ে গেল কিনা, যাতে পরবর্তী সপ্তাহে সেই খামতি গুলোকে পূরণ করার চেষ্টা করতে পারি।

আপনারা যারা আমার এই সাপ্তাহিক রিপোর্ট পড়েন, তাদের যদি সত্যিই মনে হয় আমার কোথাও খামতি আছে অবশ্যই আপনারাও মন্তব্যের মাধ্যমে জানাবেন। আপনাদের ফিডব্যাক এর মাধ্যমে আমি অবশ্যই সেই কাজগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করবো। সকলকে অসংখ্য ধন্যবাদ কমিউনিটির পাশে থেকে কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করি আমাদের পরিবার এই ভাবেই আর সুদীর্ঘ পথ অতিক্রম করবে। সকলের জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের পোস্ট এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে।

5c08ed51-26dc-462f-94f6-6f9e6e0fa2b4.gif

Sort:  
 9 days ago 

ডেলিগেশান আমাদের কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা কমিউনিটির মধ্যে পারিবারিকভাবে সদস্য যে কজন থাকে। সবার কাছ থেকে যদি এক টাকা করে পাওয়া যায়। তাহলে কমিউনিটির ওয়ালেট অনেক বড় হয়ে যায়। এই বিষয়টা অনেকেই মানতে রাজি না। তারা হয়তো বা ভুলে যায় তারা এই পরিবার থেকে এক থাকা হলে ইনকাম করছে। তাই আমি মনে করি আপনার কাছে যদি ১০ টাকা থাকে আপনি সেখান থেকে, অন্ততপক্ষে পাঁচ টাকা আপনার পরিবারের ওয়ালেটে দেয়ার চেষ্টা করুন। এতে করে আপনার নিজের লাভ হবে।

একটা জায়গায় যখন আমরা দায়িত্ব নিয়ে থাকি তখন পরিস্থিতি যেমন হোক না কেন? সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করি। আমি জানি গত কয়েকদিন আপনি কতটা ব্যস্ত ছিলেন এবং কতটা মানসিক চাপের মধ্যে ছিলেন। তারপরেও আপনি কতটা সুন্দরভাবে কমিউনিটির দায়িত্ব গুলো পালন করে যাচ্ছেন। যেটা দেখে রীতিমত অবাক হচ্ছি।

এখন আবারো আপনি কমিউনিটির মধ্যে ভেরিফিকেশন এর কাজ শুরু করেছেন। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। পরিস্থিতি এবং মানসিক চাপ সবকিছু সামলে নিয়ে আপনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসুন, এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে। ধন্যবাদ আপনার গত সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Loading...