RE: "The weekly job I concluded being a Co-Admin"
ডেলিগেশান আমাদের কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা কমিউনিটির মধ্যে পারিবারিকভাবে সদস্য যে কজন থাকে। সবার কাছ থেকে যদি এক টাকা করে পাওয়া যায়। তাহলে কমিউনিটির ওয়ালেট অনেক বড় হয়ে যায়। এই বিষয়টা অনেকেই মানতে রাজি না। তারা হয়তো বা ভুলে যায় তারা এই পরিবার থেকে এক থাকা হলে ইনকাম করছে। তাই আমি মনে করি আপনার কাছে যদি ১০ টাকা থাকে আপনি সেখান থেকে, অন্ততপক্ষে পাঁচ টাকা আপনার পরিবারের ওয়ালেটে দেয়ার চেষ্টা করুন। এতে করে আপনার নিজের লাভ হবে।
একটা জায়গায় যখন আমরা দায়িত্ব নিয়ে থাকি তখন পরিস্থিতি যেমন হোক না কেন? সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করি। আমি জানি গত কয়েকদিন আপনি কতটা ব্যস্ত ছিলেন এবং কতটা মানসিক চাপের মধ্যে ছিলেন। তারপরেও আপনি কতটা সুন্দরভাবে কমিউনিটির দায়িত্ব গুলো পালন করে যাচ্ছেন। যেটা দেখে রীতিমত অবাক হচ্ছি।
এখন আবারো আপনি কমিউনিটির মধ্যে ভেরিফিকেশন এর কাজ শুরু করেছেন। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। পরিস্থিতি এবং মানসিক চাপ সবকিছু সামলে নিয়ে আপনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসুন, এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে। ধন্যবাদ আপনার গত সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।