সত্যি আপু আপনার লেখাটা পড়ে মনটা ভরে গেল। প্রতিটি লাইনে যেন এক জনমের গৃহিণী পরিশ্রম আর ভালোবাসা ফুটে তুলেছেন। আপনি যেভাবে সংসার সন্তান নিজের কাজ সব সামলে দিচ্ছেন তা সত্যিই অনুকরণীয়। নিজের হাতে দই বানানো বাজার করা হলুদ মরিচের রোদে দেওয়া সবকিছুতেই আপনার যত্ন আর আন্তরিকতা ফুটে উঠেছে। আর সত্যিই অনেকে বাইরে থেকে দেখে বুঝতেই পারেনা আমাদের মত গৃহিনীদের প্রতিদিনের পরিশ্রমটা কতখানি। তবুও নিজের মানুষ হোক কাছের মানুষ হোক বা বাইরে মানুষ হোক যদি বলে সারাদিন তুমি কি করেছে তখন অনেক বেশি খারাপ লাগে। যাইহোক আপনার লেখাটা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল গৃহিণী কতটা পরিশ্রম করে তার সংসারের প্রতি তার ছেলে মেয়েদের প্রতি তার পরিবারের প্রতি।