You are viewing a single comment's thread from:

RE: গল্প : তোমার ছায়া (চতুর্থ পর্ব)

in Incredible India8 days ago

দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি, কিন্তু একই বাস্তবতার অংশ আদনান আর সায়মার চিন্তার এই দ্বন্দ্ব সত্যি দারুন ভাবে তুলে ধরেছেন। শহরের কোলাহল একদিকে যেমন ক্লান্তিকর অন্যদিকে তা নতুন সম্ভাবনাও তৈরি করে। আদনানের প্রকৃতির প্রতি টান আর সায়মার কর্মশক্তির প্রতি ভালবাসা, এই দুই বিপরীত দিকে সমন্বয় হয়তো এক নতুন দিগন্তের সূচনা করবে। গল্পটি খুবই প্রাণবন্ত লেগেছে, পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।