You are viewing a single comment's thread from:

RE: কাল রাত বারোটার সময় থেকে মালয়েশিয়ায় চীনা হারি শুরু।

in Incredible India13 days ago

চীনা হারির উৎসব সম্পর্কে জানা সত্যিই ভালো লাগলো। মালয়েশিয়ায় এই সময়টা কতটা আনন্দময় হয়, তা আপনার বর্ণনায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। বাজি ফোটানো, ছুটি কাটানো, এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর এই আনন্দদায়ক মুহূর্তগুলো নিশ্চয়ই বিশেষ কিছু।

আপনার ঘুরতে যাওয়ার পরিকল্পনাও দারুণ শোনাচ্ছে! আশা করি, ভালো সময় কাটাবেন এবং সেই অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। কমলা লেবুর ব্যাপারটাও মজার লাগলো, মনে হচ্ছে এটি তাদের ঐতিহ্যেরই একটা অংশ।

শুভকামনা রইলো আপনার আগামি দিনগুলোর জন্য।

Sort:  
 9 days ago 

আসলে কমলা লেবুর ব্যাপারটা আমিও খুব বেশি জানি না তবে আমি সব জায়গায় দেখেছি এই বছরের দিনে তারা কমলা লেবু ব্যবহার করে থাকে অনেক বেশি। এবং এটা একদম একটি নতুন অভিজ্ঞতা আমার কাছেও কারণ এই দিন আমি আগে কখনো জানতাম না মালয়েশিয়ায় আসার পরে জানতে পারি এই দিন সম্পর্কে। যাই হোক আপনার সুন্দর মন্তব্য দেখে আমি আনন্দিত শুভকামনা রইল আপনার জন্য।