কাল রাত বারোটার সময় থেকে মালয়েশিয়ায় চীনা হারি শুরু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব চিনা দের মালয়েশিয়াতে বড় দিনের উদযাপন চলছে। চিনা দের বড় দিন শুরু হয়েছে কাল রাত বারোটার পর থেকে। কালকে রাত থেকে শুরু হয়েছে তাদের বাজি ফুটানো। তাদের এই উৎসব চলবে 15 থেকে 20 দিন। যে কোনো জায়গায় গেলে শুধু এই 15-20 দিন বাজির শব্দ শোনা যাবে।
যাইহোক বন্ধুরা তাদের এই দিন গুলো তারা খুবই আনন্দের সাথে পালন করে। আমরা যেমন ঈদের দিন পালন করি তারা বড় দিন পালন করে। হিন্দু ধর্মের মানুষেরা যেমন পূজার সময় গুলো পালন করে। চিনা দের এই বড় দিনের সময় গুলো অনেক সুন্দর ভাবে পার করে। আমি কাল রাতে যখন বাহিরে ছিলাম তখন তাদের এই বাজি ফোটার কিছু দৃশ্য ফটোগ্রাফি ধারণ করেছিলাম।
এবং আমাদের ও সরকারি ছুটি হিসেবে এই ছুটি গুলো পালন করতে হয়। হয়তোবা আমরা ১৫-২০ দিন ছুটি কাটায় না। তবে আমাদের এক সপ্তাহের ছুটি কাটাতে হয়। এবং তার পাশা পাশি এই ছুটিতে আমরা পরিকল্পনা করেছি তিন ভাই এক সাথে বেড়াতে যাবো। বেড়াতে বলতে আমাদের একটি বোনের ছেলে আছে অন্য জায়গায়। সে থাকে অনেক দূরে তো তার সাথে দেখা করতে যাবো।
যেহেতু আমরা অনেক দিন পরে একটি লম্বা ছুটি পেয়েছি। তাই সেখানে যাওয়ার পরিকল্পনা আছে আমাদের। সেখানে যাওয়ার কিছু মুহূর্ত অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই বড় দিনে চীন দেশের মানুষেরা কোন কাজ করে না। তারা সব সময় তাদের নিজেদের পরিবারের সাথে সময় কাটায়। ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে নিজেরা আনন্দের সাথে কিছুটা মুহূর্ত পার করে।
ঠিক আমরা যেমন ঈদের দিনে আনন্দের সাথে ঘুরে ঘুরে বেড়ায় তারাও ঘুরে বেড়াই। এবং ঘুরে বেড়াবে এটাই স্বাভাবিক। এই চীনা হারিতে মানুষ অনেক আনন্দের সাথে ঘুরে বেড়াই। আসলে বড় দিন বলতে এখানে নাম দেওয়া হয় চীনা হারি। এবং বিশেষ করে কালকে বড় বড় প্রতিষ্ঠানে অনেক বেশি গান-বাজনা হয়েছে।
এবং কাল সারারাত বাজি তারা ফুটিয়েছে। তাদের এই আনন্দটা কিছুটা আমরা অনুভব করতে পারি। কারণ একটি বছর পরে তারা এই বড় দিন পেয়েছে। এবং বছরে এক বার তারা এই বড় দিন পায় তারা অনেক বেশি আনন্দ অনুভব করে। এবং অনুভব করে তাদের পরিবারের সাথে কাটানো সব মুহূর্ত গুলো। হয়তো বা তাদের সেই সময় গুলো আমরা কিছুটা হলেও অনুভব করতে পারি।
এবং তাদের এই বড় দিনের সব চেয়ে বেশি কমলা লেবু ব্যবহার হয়ে থাকে। কারণ আমি এই তিন বার চীনা হারি দেখছি। এবং তাদের সব সময় দেখেছি কমলা লেবু ব্যবহার করতে। তারা যে কোন মানুষ কে আপ্যায়ন করে থাকে কমলা লেবু দিয়ে। বা যাদের যে মানুষ আছে তারা কমলা লেবু দিয়ে আসে সেখানে। আমাদেরও দিয়ে যায় কিন্তু এখনো আসেনি। আসবে আমাদের বস কিছু দিন পরে কারণ নিজের পরিবারের সাথে কিছুটা সময় দিচ্ছে সে ।
যাহোক বন্ধুরা বাজি ফোটানোর এই কিছু ফটোগ্রাফি আমি আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন কথা হবে নতুন আরেকটি বিষয় নিয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাড়িতে বসেই মালেশিয়ার সমস্ত জিনিস উপভোগ করতে পারি, এটাই আমার খুব ভালো লাগে। এখনকার দিনে যে কোন উৎসব মানেই বাজি ফাটানো চল শুরু হয়েছে। বড়োদিন উপলক্ষে আপনারাও বেশ লম্বা ছুটি পেয়েছেন। লম্বা ছুটি পেলে বন্ধুদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। সকলের আনন্দে নিজেরাও শামিল হতে পেরে নিজেদেরও খুব ভালো লাগে। ওখানে কমলালেবু দিয়ে আপ্যায়ন করে জেনে ভালো লাগলো। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্য দেখে আমি আনন্দিত। আসলেই বড়দিন সম্পর্কে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। তবে মালয়েশিয়া আসার পরে দুই তিন বার এটা উপভোগ করতে পেরেছি। এবং তারা এই বছরে খুবই আনন্দ উপভোগ করে এবং সবাই নিজেদের পরিবারের সাথে সময় দেয়। যা ভাবতেই অনেক ভালো লাগে আমাদের এবং এখান থেকে আমরা কিছুটা ছুটি উপভোগ করতে পারি।
মামা আপনার লেখাটা খুবই সুন্দর হয়েছে বর্তমানে মালয়েশিয়ায় চাইনিজ নিউ ইয়ার চলছে ছবিগুলো দেখে তারই অনুভব করতে পারছে আমার আশপাশেও এ ধরনের আতশবাজি সারাটা দিন ফুটে যাচ্ছে।
চীনা হারি এ ধরনের কোন অনুষ্ঠান হয় কিনা সেটা আমার জানা নেই তবে আজকে আপনার পোস্টের মাধ্যমে নতুন কিছু জানতে পারলাম এটা দেখেই বেশ ভালো লাগতেছে। আসলে চীন দেশের মানুষ সর্বদাই ব্যস্ত থাকে নিজেদের কাজকর্ম নিয়ে তবে এই দিনগুলোতে তারা তাদের পরিবারকে সময় দেয় যেটা জানতে পেরে বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনিও এখানে অংশগ্রহণ করেন এবং নিজের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নেন এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।
আসলে আপু বাড়ি থাকতে আমিও এই চীনা হারি সম্পর্কে কিছু জানতাম না এখনো হয়তো বা ভালো ভাবে জানে না তবে কিছুটা অনুভব করতে পারি। এবং বিশেষ করে এটা এখন অনুভব করতে পারি কারণ আমার বস চীন দেশের মানুষ। যাইহোক তারা আজ আর ব্যস্ততার মধ্য তার পরিবারের সাথে এই একটি বছর পরে ১০- ১৫ দিন সময় দিয়ে থাকে অনেক বেশি। আর এটা ভাবতেই আমারও অনেক ভালো লাগে কারণ তারা নিজের পরিবারের সাথে অনেক হেসে খেলে চলছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য।
চীনা হারির উৎসব সম্পর্কে জানা সত্যিই ভালো লাগলো। মালয়েশিয়ায় এই সময়টা কতটা আনন্দময় হয়, তা আপনার বর্ণনায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। বাজি ফোটানো, ছুটি কাটানো, এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর এই আনন্দদায়ক মুহূর্তগুলো নিশ্চয়ই বিশেষ কিছু।
আপনার ঘুরতে যাওয়ার পরিকল্পনাও দারুণ শোনাচ্ছে! আশা করি, ভালো সময় কাটাবেন এবং সেই অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। কমলা লেবুর ব্যাপারটাও মজার লাগলো, মনে হচ্ছে এটি তাদের ঐতিহ্যেরই একটা অংশ।
শুভকামনা রইলো আপনার আগামি দিনগুলোর জন্য।
আসলে কমলা লেবুর ব্যাপারটা আমিও খুব বেশি জানি না তবে আমি সব জায়গায় দেখেছি এই বছরের দিনে তারা কমলা লেবু ব্যবহার করে থাকে অনেক বেশি। এবং এটা একদম একটি নতুন অভিজ্ঞতা আমার কাছেও কারণ এই দিন আমি আগে কখনো জানতাম না মালয়েশিয়ায় আসার পরে জানতে পারি এই দিন সম্পর্কে। যাই হোক আপনার সুন্দর মন্তব্য দেখে আমি আনন্দিত শুভকামনা রইল আপনার জন্য।