নতুন স্মৃতি, নতুন অভিজ্ঞতা
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এক নতুন স্মৃতি ভাগ করে নেব। এই ঘটনা কিছুটা হাস্যকর, কিছুটা বিরক্তিকর, তবে একদমই ভুলে যাওয়ার মতো নয়।
গতকাল রাতে, আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাজার করতে হবে।আজকাল আমি বাজার করি জানি না আমার কেন জানি এই শীতকাল পর থেকে বাজার করতে ভীষণ ভালো লাগে।কিন্তু গতকাল রাতে একটু অসুস্থও অনুভব করছিলাম, তাই বাজারে কথাটা হাসবেন্ড কে বললাম। হঠাৎ, কলিংবেলের শব্দে দরজাটা খুলেই দেখি আমার হাজব্যান্ড বাসায় এক ব্যাগ ভর্তি বাজার হাতে নিয়ে দাড়িয় আছেন!
সে সময়, ব্যাগের মধ্যে ছিল টমেটো, সিম, মাছ, আলু, বেগুন এবং লাল শাক সবই খুব দরকার ছিল। আমি ব্যাগগুলো নিয়ে মাছ কাটতে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তেই কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আমি যখন ব্যাগটি নিচে রেখেছিলাম, আমার ছোট মেয়ে তো আর ধৈর্য রাখতে পারেনি। তার ছোট হাতগুলো সরলভাবে বাজারের সব কাঁচা বাজার মেঝেতে ছড়িয়ে দিল। টমেটো, সিম, মাছ, আলু, বেগুন সবই একদম এলোমেলো হয়ে গেল মেঝেতে!যতটুকু প্রচেষ্টা করেছিলাম মাছ কাটার জন্য, তার সবই প্রায় নষ্ট হয়ে গেল। আমার মেয়ে ততোক্ষণে সেগুলো ছড়িয়ে দিয়ে, আমার পুরনো কল্পনা আর আবেগকে একত্রিত করে নতুন একটি অভিজ্ঞতা সৃষ্টি করেছিল।
যদিও কাজটা একটু অগোছালো ছিল, তবুও, শেষ পর্যন্ত হাসির মুডে বিষয়টি দেখলাম। বাজারের এই এলোমেলো অবস্থা, আমার মেয়ের চঞ্চলতা, এবং আমার হাজব্যান্ডের একদম অপ্রত্যাশিত উপহার সবকিছু এক নতুন স্মৃতি হয়ে গেল।এখন ভাবতে গিয়ে হাসি আসছে, কিন্তু তখনকার পরিস্থিতি ছিল একটু বিভ্রান্তিকর। তবে, দিনের শেষে এই ছোট ছোট মূহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে ওঠে। এই ঘটনায় যেমন কিছু বিরক্তি ছিল, তেমনি ছিল অগণিত আনন্দ। সেই হাসি এবং আনন্দই তো জীবনের আসল সৌন্দর্য। এমনকি এই এলোমেলো বাজারও একটা প্রিয় স্মৃতিতে পরিণত হয়েছে।
শেষে, আমি শুধু বলতে চাই, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আসলে বড় হতে পারে যদি আমরা সেগুলোকে খুশি ও ভালোবাসায় পরিপূর্ণ করি। আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আর আমি সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত, মজার ও আনন্দময় দিন কাটালাম।
আপনারা কেমন আছেন? আপনাদের জীবনেও এমন কোনো মুহূর্ত এসেছে কিনা যা আপনাকে হাসির সঙ্গে ভালো স্মৃতি দিয়েছে? আপনারাও সেই জানাবেন।আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
শীতকালে বাজার করতে গেলেই বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। শীতকালে বাজার করতে বেশ ভালই লাগে। আমার শ্বশুরমশাই তো মাঝে মাঝেই বলে আমাকে সমস্ত সবজি গুলো ডাকছিল ।আমরা তো শুনে মজা করি ।আসলে টাটকা সবজি দেখলেই নিতে ইচ্ছে করে। এটা ঠিক কথা জীবনে ছোট ছোট মুহূর্ত গুলিকে আমরা আনন্দ ভালবাসায় পরিপূর্ণ করতে পারি। আবার অনেকে এই ছোট ছোট মুহূর্তগুলোর কোন গুরুত্ব দেয় না। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে এই ছোট ছোট অনুভূতিগুলো এ ছোট ছোট স্মৃতিগুলোই মানুষের স্মৃতির পাতায় রয়ে যায়, ছোট মানুষ এই ধরনের দুষ্টুমি করে থাকে এবং একটা সময় বড় হলে এদেরকে এই গল্পগুলোই বলা যায়। ছোট মানুষ অবুঝ এবং কৌতূহ বেশি এর হাতের কাছে যে জিনিসগুলো পাবে সেগুলো নিয়েই খেলা করার চেষ্টা করবে।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করারা জন্য।
সত্যিই আপনি খুব চমৎকার একটি গল্প আজকে আমাদের সাথে শেয়ার করেছেন।আপনার পোস্টটি পড়ে খুব ভালোই লাগলো। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম দুলাভাই বাজার করে নিয়ে আসছে। এবং আপনার মেয়ে এই বাজারগুলো ফ্লোরে ফালিয়ে এলোমেলো করে ফেলেছে! যা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি আগে এরকম আব্বু বাজার আনলে তা বাজার গুলি আমি ঘরের মেঝেতে ফেলে দিতাম। আপনার পরিবারের জন্য সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আপনাকে অসখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ছোট বাচ্চারা গোছানো জিনিস এলোমেলো করতে অনেক বেশি পছন্দ করে তারা যেটা করে আপনি যেটা গুছিয়ে রেখেছেন সেটাকে একেবারেই এলোমেলো করে রাখবেন আপনার মেয়ে বাজারের ব্যাগ এলোমেলো করে রেখেছে সেটা দেখে আপনার কাছে অনেক বেশি বিরক্ত লাগলেও পরবর্তীতে কিন্তু আপনি হাসি দিয়ে সেটা উড়িয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ মেয়ের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
ছোট বাচ্চারা এমনই আপনি যেটা বারণ করবেন তারা সেটা বারংবার করবে।। আমার ভাগিনা আছে কোন কিছু দেখে দিবেন সেগুলো এলোমেলো করবে এটাই ওদের কাছে একটা খেলা।।
মেয়ের সাথে খুবই সুন্দর মুহূর্ত পার করেছেন দেখে অনেক ভালো লাগলো।।