আসলে এই ছোট ছোট অনুভূতিগুলো এ ছোট ছোট স্মৃতিগুলোই মানুষের স্মৃতির পাতায় রয়ে যায়, ছোট মানুষ এই ধরনের দুষ্টুমি করে থাকে এবং একটা সময় বড় হলে এদেরকে এই গল্পগুলোই বলা যায়। ছোট মানুষ অবুঝ এবং কৌতূহ বেশি এর হাতের কাছে যে জিনিসগুলো পাবে সেগুলো নিয়েই খেলা করার চেষ্টা করবে।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করারা জন্য।