You are viewing a single comment's thread from:
RE: My Pet Free Range Chickens Grow Healthy And Strong
মুরগি পালন করলেই হয় না তাদের অবশ্যই শারীরিক এবং খাবার-দাবারের দিনটা অনেক বেশি পরিচর্যা করতে হয় মুক্ত অবস্থায় মুরগি পালন করলে মুরগি খুব তাড়াতাড়ি বড় হয় এবং শক্তিশালী হয়ে ওঠে আমিও মুরগি পালন করা শুরু করেছি আল্লাহ তাআলা যদি সবকিছু ঠিক রাখে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ মুরগি পালন করার পদ্ধতি এবং সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য ভালো থাকবেন।
মুরগি পালন সম্পর্কে আপনার সদয় মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ। তোমার মুরগির খামারে সবসময় সফল হও।