সবাই কখনো আপন হয় না আমরা যাদেরকে আপন মনে করি তারা আমাদের সাথে এমন কিছু আচরণ করে যেটা দেখলে আমরা বুঝতে পারি তারা আসলে আমাদের সাথে কি করতে চায় আপনি হাফিজুর সাথে একটা ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু হাফিজুর আপনাকে বুঝিয়ে দিয়েছে সে আপনার সাথে ব্যবসা নয় বরং যা আপনাকে সে কর্মচারী হিসেবে রাখতে চাই সব মানুষকে বিশ্বাস করতে গেলে জীবনের ঠকে যেতে হয় আমি অনেকবার ঠকে গেছি এখন মানুষকে বিশ্বাস করতে দ্বিতীয়বার চিন্তা করি