সবাই কিন্তু আপন নয়

in Incredible India20 days ago

আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,ও ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।


আমাদের পৃথিবীটা রঙিন, কিন্তু মানুষের মনের রঙ অনেক সময় অদৃশ্য। সব মানুষের ভেতরে কিছু না কিছু কষ্ট থাকে, কিছু চাহিদা থাকে, এবং কিছু গভীর বাটপারি থাকে যেগুলো শুধুমাত্র সেই ব্যক্তি জানে আর তাঁর আল্লাহই জানেন। তবে আমি অতি সহজে সবার সাথে মিশে যাই, সহজেই বিশ্বাস করে ফেলি মানুষকে। আমি এমন একজন মানুষ, যে খুব সহজে অন্যদের বিশ্বাস করে এবং নিজের কথা খোলামেলা বলে ফেলে।

1000012877.jpg

সারাদিন পর এক কাপ রং চা ! যা মনকে শীতল করে তুলে

অবশ্য, এটা আমার একটা দুর্বলতা। আমি যতই চেষ্টা করি না কেন নিজেকে শোধরানোর জন্য পারি না, মানুষের কষ্টের গল্প শুনে অনেক সময় মনে হয়, তাদের সাহায্য করা উচিত। কিছু মানুষ মাঝে-মাঝে সাহায্যের জন্য আসে, তাদের সমস্যা কথা শুনে মনে হয়, হয়তো তাদের পাশে দাঁড়ানো উচিত।

আমার জীবনের একটি বাস্তব ঘটনা বলি তাহলে।

1000012881.jpg

এই সেই হাফিজুর

সম্প্রতি কয়েকদিন আগে, আমাদের পাশের বাড়ির একজন প্রতিবেশী মামা মারা গিয়েছিলেন। তাঁর একটি ফার্মেসি ছিল। তার স্ত্রী আমাদের বাসায় এসে মিলাদের দাওয়াত দেওয়ার সময়ে, তিনি আমাকে বললেন, তুমি তো বেকার বসে আছো, ইচ্ছা করলেই ফার্মেসির ব্যবসায় টা শুরু করতে পারো। কথা শুনে আমি ভাবলাম, কেন না, ফার্মেসি ব্যবসায়টা খারাপ না। আমি সাধারণত তেমন ভালো ওষুধ সম্পর্কে জানি না মোটামুটি জানি। তাই চিন্তা করলাম, একজন ভালো কম্পাউন্ডার নিয়ে ব্যবসায়টা শুরু করব, তারপর ৬-৭ মাসের মধ্যে ব্যবসায় শিখে ফেলব। সেই সাথে একটা কোর্স কমপ্লিট করে নিব।

1000012879.jpg

আপেল বরই খুবই মিষ্টি ছিল

এই উদ্দেশ্য নিয়ে আমি আমার বন্ধু এবং এক কর্মচারীর সাথে আলোচনা করলাম। কর্মচারী ও রাজি হলেন এবং আমাকে বললেন, আপনি যদি ফার্মেসিটি নেন, তবে আমি এখানে চাকরি করবো, এবং আপনি আমাকে বেতন দেবেন। সব কিছু ফিক্সড হয়ে গেল। পরদিন, ব্যাংক থেকে আম্মুর ডিপোজিট ছিল ডিপোজিটিভ ভেঙ্গে টাকা বাসা নিয়ে আসলাম। যখন আমি দোকানের মালিকের সাথে কথা বললাম, তিনি আমাকে বললেন, হাবিজুর তো আগে থেকেই বলেছিল যে, সে ফার্মেসি দিবে। আমি একটু অবাক হলাম, কেননা হাবিজুর তো আমাকে কিছু বলেনি। হাফিজুর হল আমি যে ফার্মেসির জন্য কর্মচারীর ঠিক করেছিলাম তারই নাম হাফিজুর। দোকানের মালিকের সাথে কথা বলে, কিছুক্ষণ পর আমি হাবিজুরকে ফোন দিলাম, এবং সে আমাকে জানালো যে,

1000013030.jpg

সে ফার্মাসিটা এখন নিতে চায়। সেয় পার্টনার হতে চাই না। আবার আমাকে বলে আপনি আমাকে ফার্মেসিটি নিতে সাহায্য করেন এবং আপনাকে ফার্মেসির কাজ আমি শিখিয়ে দেব এবং কিছু হাত খরচ দিব । কথাটি শুনে আমি অবাক হলাম, এবং কিছুটা হাস্যকর মনে হল, কারণ আমি তো তাকে আমার পার্টনার কর্মচারী হিসেবে ভাবছিলাম। এখন, সে আমাকে কর্মচারী হিসেবে নিতে চায়!

1000013025.jpg

1000012872.jpg

আমি অতি সহজভাবে বিশ্বাস করেছি যে, হাবিজুর আমার সাথে ব্যবসায় করবে এবং আমরা একসাথে ব্যবসায় চালিয়ে যাব। কিন্তু, সে আমার বিশ্বাস ভেঙে নিজেকে এগিয়ে নিতে চেয়েছে। এই ঘটনা থেকে আমি বুঝতে পারলাম যে, মানুষকে সব সময় সহজে বিশ্বাসের উপযুক্ত করা উচিত নয়। কখনো-কখনো, আমাদের দুর্বলতা অন্যরা নিজের লাভের জন্য ব্যবহার করে।

1000012878.jpg

এই ঘটনা আমাকে শিখিয়েছে , যখন মানুষ বিপদে পড়ে, তখন তার সহায়তা সব সময় করতে হয় না। কিন্তু বিপদ চলে গেলে, মানুষ তা অতি সহজে ভুলে যায়। আর, সবচেয়ে বড় শিক্ষা, কখনোই মানুষকে এতটা বিশ্বাস করবেন না যে, আপনার দুর্বলতা তুলে ধরবেন তার কাছে। কিছু-কিছু মানুষের প্রকৃতি বুঝতে সময় লাগে, কিন্তু সমস্যায় পড়ে গেলে স্বার্থহীন ভালোবাসা বোঝা যায়।

1000012873.jpg

রাতে কবুতরের খাঁচায় ধরতে যেয়ে হাত কেটে গেছে

এই ঘটনা থেকে আমি শিখেছি, সবাইকে আপন ভেবে কাছে নেওয়া যায় না, আবার সবার সাথে ব্যবসায় করা যায় না। ব্যবসায় শুরু করার আগেই কিছু মানুষকে চিনে ফেলা ভালো, না হলে মাঝপথে বড় সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আমি এখনো হাল ছাড়িনি। যদি পারি, একটা কর্মচারী সময় মতন খুঁজে পেলে। তাহলে ফার্মেসির ব্যবসাটায় নিয়ে নেব এবং নতুন পার্টনার খুঁজে নেব। আর একটি বিষয় সবাইকে বলি-নিজের দুর্বলতা কখনো কাউকে দেখাবেন না, আর সহজে কাউকে বিশ্বাস করবেন না।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



◦•●◉✿ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।✿◉●•◦

১৩, মার্চ,২০২৫

Sort:  
Loading...
 19 days ago 

শুধুমাত্র আপনি না ,আমাদের মাঝে অনেকেই আছে যারা খুব দ্রুত মানুষকে বিশ্বাস করে মনের কথা বলে ফেলে এবং তারপর ধরা খেয়ে বসে থাকে। এই দোলে আমি নিজেও আছি। তবে ইদানিং নিজেকে অনেকটাই গুটিয়ে এনেছি। খুব কাছের মানুষ ছাড়া কারো সাথেই তেমন ঘনিষ্ঠ হই না। দূরত্ব বজায় রেখে চলি যথাসম্ভব । মানুষ সবচেয়ে বিস্বাসঘাতকতা করে যেখানে টাকা পয়সার লেনদেন হয়।মানুষকে বিশ্বাস করবেন তবে অন্ধভাবে কখনোই করবেন না।

 19 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 16 days ago 

সবাই কখনো আপন হয় না আমরা যাদেরকে আপন মনে করি তারা আমাদের সাথে এমন কিছু আচরণ করে যেটা দেখলে আমরা বুঝতে পারি তারা আসলে আমাদের সাথে কি করতে চায় আপনি হাফিজুর সাথে একটা ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু হাফিজুর আপনাকে বুঝিয়ে দিয়েছে সে আপনার সাথে ব্যবসা নয় বরং যা আপনাকে সে কর্মচারী হিসেবে রাখতে চাই সব মানুষকে বিশ্বাস করতে গেলে জীবনের ঠকে যেতে হয় আমি অনেকবার ঠকে গেছি এখন মানুষকে বিশ্বাস করতে দ্বিতীয়বার চিন্তা করি