বায়োপসি এই শব্দটা আমার কাছে একেবারেই নতুন আমি কখনোই এসবের সাথে পরিচিত হইনি বা আমার পরিচিত কারো এই ধরনের কোন কিছু করতে হয়েছে সেটা আমার জানা নেই তবে ২০১০ সালে আপনার মায়ের করতে হয়েছিল যেটা আপনি আমাদের সাথে শেয়ার।
বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার শশুর মশাইয়ের জন্য বায়োপসি করাতে হয়েছিল আসলে প্রতিনিয়ত এভাবে হসপিটালে থাকা-ঘন্টার পর ঘন্টা বসে থাকা সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে পড়ে এটা আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে তাই সবকিছু সামলে নেয়ার পাশাপাশি নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন কারণ একটা মানুষ যখন শারীরিক কিংবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তখন সব দিক একেবারে এলোমেলো হয়ে যায়।