You are viewing a single comment's thread from:

RE: The February contest #2 by sduttaskitchen| Make a monthly budget of $200

in Incredible India2 days ago

২০০ ডলার দিয়ে কিভাবে দুইজনের পরিবার চালানো যায় আপনি সেটা খুব চমৎকারভাবে আমাদের সাথে শেয়ার করেছেন আসলে প্রতিটা জিনিসের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছেন ২৫ হাজার টাকা দিয়ে মোটামুটি অবশ্যই দুইজনের সংসার চালানো সম্ভব সে সাথে আরো কিছু টাকা বেশি থাকে।

আসলে আপনার ফ্যামিলির মতো আমারও ফ্যামিলিতে এ ধরনের সমস্যা হতো তবে কখনো আমাদেরকে চিন্তা করতে হয়নি আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমাদের সংসারের সকল খরচ বহন করেছে মা আমাকে কখনো বুঝতে দেয়নি সংসারের মধ্যে কি ঝামেলা রয়েছে তারপরেও আমি বলব কিছু টাকা বাঁচিয়ে রাখা খুব প্রয়োজন কারণ কখন আপনার বিপদ কোন দিক থেকে আসবে সেটা আপনি নিজেও জানেন না। তাই সঞ্চয় করা অনেক ভালো একটা উত্তম অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।