The February contest #2 by sduttaskitchen| Make a monthly budget of $200
বিসমিল্লাহির রহমানির রহিম,,, আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন সবাই,,, আমি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন,,, আমি আজ আপনাদের মাঝে আমাদের এডমিন ম্যাম ,,, @sduttaskitchen এর ফেব্রুয়ারি প্রতিযোগিতা #২ | মাসিক বাজেট ২০০ ডলার করুন,,, সুন্দর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি।
এবং তিনি আমাদের Incredible India কমিউনিটিতে প্রতি সপ্তাহে,,, অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে থাকেন,,, ঠিক এবারও অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন দেখে আমি আনন্দিত,,, এবং আমি চেষ্টা করব এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী উত্তর দেওয়ার জন্য।
তার পাশাপাশি আমি আমার কিছু বন্ধুদের আমন্ত্রিত করতে চাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। @vonnaputra @yendi1 @marvinvelasquez আমি আশা করি এই সুন্দর প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে নিজের মতামত শেয়ার করবে।
যাহোক বন্ধুরা তাহলে দেরি না করে মূল কথায় আমরা চলে যাই,,, এবং যেহেতু সংসার জীবনে এখনো আমি নিজ দায়িত্বে কিছু করি নাই,,, তবে চেষ্টা করব এই প্রতিযোগিতায় কিছুটা সংসার জীবনের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
✅ Make a monthly budget with your country's currency,
dollar and steem price! Make sure you can't exit $200
আমার মনে হয় একটি মধ্যবিত্ত পরিবার এই ২০০ ডলার দিয়ে তার নিজের পরিবার চালাতে পারবে। এবং সে যদি সঞ্চয় করতে চাই এখান থেকে তাহলে অবশ্যই তার কিছু টাকা বেঁচে থাকবে,,, অনেক দিন ধরে বাংলাদেশে নাই তবে যতটুকু জানি চেষ্টা করব বাজার মূল্য তুলে ধরার জন্য।
দুটি মানুষের জন্য যে সকল জিনিসের প্রয়োজন মাসে বাজার করার জন্য এবং বাজার মূল্য একটি লিস্ট।
২ জনের সংসারের মাসিক বাজেট ২০০ ডলার।
১ ডলার = ১২৬ টাকা এবং ১ ডলার = ৬ স্টিম।
মোট বাজেট আশে
২০০ ডলার × ১২৬ টাকা = ২৫২০০ টাকা
২০০ ডলার × ৬ স্টিম = ১২০০ স্টিম
খরচের তালিকা | সবকিছু মিলিয়ে। |
---|
প্রয়োজনীয় জিনিস | টাকা | steem |
---|
চাউল ২০ কেজি × ৬০ টাকা | ১২০০ টাকা | ৫৭ steem |
---|
ডাল ৩ কেজি × ১৪০ টাকা | ৪২০ টাকা | ২০ steem |
---|
তেল ৫ লিটার × ১৬০ টাকা | ৮০০ টাকা | ৩৮ steem |
---|
আলু ৮ কেজি × ৪০ টাকা | ৩২০ টাকা | ১৫ steem |
---|
পেঁয়াজ ৫ কেজি × ৭০ টাকা | ৩৫০ টাকা | ১৭ steem |
---|
রসুন ১ কেজি × ২০০ টাকা | ২০০ টাকা | ১০ steem |
---|
সবজি মাসে | ২০০০ টাকা | ৯৫ steem |
---|
মাছ মাংস গড়ে | ৪০০০ টাকা | ১৯০ steem |
---|
ডিম ২ ডর্জন × ১৪০ | ২৮০ টাকা | ১৩ steem |
---|
দুধ ১০ লিটন × ১০০ | ১০০০ টাকা | ৪৮ steem |
---|
চা চিনি গড়ে | ৫০০ টাকা | ২৪ steem |
---|
বাহিরে গেলে গড়ে | ২০০০ টাকা | ৯৫ steem |
---|
চিকিৎসা ও ঔষধ গড়ে | ১০০০ টাকা | ৪৮ steem |
---|
বিদ্যুৎ গ্যাস পানির বিল | ২০০০ টাকা | ৯৫ steem |
---|
ইন্টারনেট ও মোবাইল মাসে | ১০০০ টাকা | ৪৮ steem |
---|
মোট খরচ
১৭ ০৭০টাকা
৮১৩ স্টিম
মোট ব্যালেন্স
২৫,২০০ - ১৭,০৭০ = ৮১৩০ টাকা ÷ ১২৬ = ৬৪.৫২ ডলার।
১,২০০ - ৮১৩ = ৩৮৭ স্টিম ===
আমি বাংলাদেশ টাকা কনভার্ট করে ২৫,২০০ টাকা পেয়েছি ২০০ ডলার থেকে এবং ১,২০০ স্টিম।
আমার মোট খরচ ১৭০৭০ টাকা এবং ৮১৩ স্টিম।
এবং বেঁচে থাকছে টাকাতে ৮১৩০ টাকা ৩৮৭ স্টিম ও = মোট ৬৪.৫২ ডলার।
যদি একটি মানুষ চাই তাহলে সে অবশ্যই এখান থেকে এই টাকা গুলো সঞ্চয় করে রাখতে পারে। এবং এটা তার ভবিষ্যতের জন্য ভালো হবে। তার পাশাপাশি আমি সব কিছু নরমাল ভাবে ধরেছি। আমাদের জীবন পার করার জন্য এগুলো উত্তম এটা আমার কাছে মনে হয়।
✅Do you manage your home with a monthly budget? Share your view.
আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই আমি যেহেতু বাহিরে আছি তাই আমার মাসিক খরচ নিজের বহন করা লাগেনা,,, আমি দীর্ঘদিন বাহিরে থাকার জন্য এই দায়িত্বটি আমার বাবার কাছে ছিলো,,, যদি কখনো নিজের জন্মভূমিতে ফিরে যেতে পারি,,, তাহলে অবশ্যই সেখানে গিয়ে পরিবারের দায়িত্ব নিজের কাছে নিয়ে পালন করব।
সংসার চালানোর জন্য একটি সময় টাকা পয়সা সবকিছু বাবার কাছে দিতাম,,, কিন্তু নিজেদের ব্যক্তিগত সমস্যার জন্য এখন টাকা দেওয়াটা বন্ধ হয়ে আছে,,, যদি কখনো সেই ভাবে আবারো ফিরে আসে তাহলে অবশ্যই টাকা দেওয়া শুরু করব।
✅Do you believe we must save some money for emergency purposes? Share if you have such experiences when your hidden money assisted someone.
![]() |
---|
এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ একটি অংশ তুলে ধরেছে,,, আমাদের বাঁচার জন্য অবশ্যই আমাদের কিছু টাকা সঞ্চয় করে রাখা উচিত,,, কারণ আমাদের জীবনে কখন কি ঘটে যাবে আমরা কেউ জানি না,,, বিপদের বন্ধু আমাদের সেই সঞ্চয় করা টাকা গুলো থাকবে,,, কারণ একটি মানুষ যখন বিপদে পড়ে,,, তখন পাশে আসা মানুষ খুবই কম দেখা যায়।
তবে নিজের কিছু টাকা যদি সঞ্চয় করা থাকে তাহলে সেই টাকা নিয়ে সহযোগিতা আমরা পেতে পারি,,, তাই আমার অবশ্যই মনে হয় আমাদের জীবনে অবশ্যই কিছু টাকা সঞ্চয় করে রাখা উচিত।
এবং আমার সঞ্চয় করা টাকার ছোট্ট একটি অভিজ্ঞতা আছে।
আমি তখন অনেক ছোট মাটির ব্যাংক গ্রাম গঞ্জে তখন সব সময় দেখা যেতো,,, এখন হয়তো বা সময় পার হওয়ার জন্য মাটির ব্যাংক অতি সহজে দেখা যায় না,,, তবে আমার সেই মাটির ব্যাংকে কিছু টাকা সঞ্চয় হয়েছিল,,, যেগুলো আমি আমার আব্বুর কাছ থেকে নিয়ে রেখেছিলাম।
একটি সময় আমার আব্বুর কাছে আমাদের পরিবারে চাউল কেনার জন্য টাকা ছিলো না,,, এবং আব্বু অনেকটা চিন্তিত ছিলো সেই সময়,,, তাই আমি সেখান থেকে মাটির ব্যাংক ভেঙে আব্বুর কাছে টাকা দিয়ে ছিলাম,,, এবং আব্বু সেখান থেকে চাউল এবং সংসারে টুকিটাকি জিনিস নিয়ে আসে। বেশ কিছু দিন আমরা ভালোই কাটিয়ে ছিলাম সেই সময়।
এটা সত্যি আমার কাছে একটি অনেক বড় অভিজ্ঞতা ছিলো,,, কারণ সঞ্চয় করা টাকা আমাদের কতটা কাজে লাগে সেই দিন বুঝেছিলাম। এবং সেখান থেকে মনে প্রতিজ্ঞা করেছিলাম,,, অবশ্যই নিজের ভবিষ্যতের জন্য কিছু করতে হবে।
✅How costly is living life in your country? Share with us by mentioning some item prices with pictures.
এই প্রশ্নের উত্তর যদি আমার দিতে হয় তাহলে মালয়েশিয়া থেকে কিছু ধারণ করা ছবি আমার শেয়ার করতে হবে,,, কারণ আমি বর্তমানে মালয়েশিয়া আছি তাই এখানের কিছু জিনিসের দাম ও ছবি আমি শেয়ার করতে পারি।
আমার প্রথম ছবি।
এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু চিংড়ি মাছ ও এক ধরনের সাগরের মাছ,,, চিংড়ি মাছ মালয়েশিয়া বিক্রি হচ্ছে ১ কেজি ৩৪ রিঙ্গিত,,, ও তার সাইডে যে সাগরের মাছ দেখতে পাচ্ছেন তার দাম ১ কেজি ২৫ রিঙ্গিত করে।
আমার দ্বিতীয় ছবি।
এই ছবির মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন দুটি করে আনারস রাখা আছে একটি পাতিলে,,, এই পাতিল সহো বিক্রি হচ্ছে দশ রিঙ্গিত করে। এটি কেজিতে নয় এটি পিচ হিসাবে বিক্রি হচ্ছে। এবং আনারস আমরা সবাই কম বেশি পছন্দ করি।
এবং আমার শেষ ও তৃতীয় ছবি।
এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কমলা লেবু যার কিলো ১০ রিঙ্গিত করে। এবং তার পাশে যে ফল গুলো দেখতে পাচ্ছেন তার দামও একই ১০ রিংগিত করে। ১ কেজি ফল নিলে ১০ রিঙ্গিত করে পড়ে আমাদের এখানে।
যাইহোক মালয়েশিয়ার রিংগিত হিসাবে অনেকটা কম আছে ,,, তবে আমরা প্রবাসী তাই আমাদের কাছে এই জিনিস গুলোর অনেক দাম,,, তবুও আমাদের খাওয়ার জন্য আমরা অল্প করে হলেও নিয়ে আশি।
যাইহোক বন্ধুরা আমি আমার এডমিন ম্যামের আইডি দ্বারা এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত,,, এবং আমি সত্যিই জানি না এই প্রতিযোগিতার উত্তর সঠিক ভাবে দিতে পেরেছি কি না,,, তবে চেষ্টা করেছি এই প্রশ্নের উত্তর গুলো সঠিক ভাবে দেয়ার জন্য।
https://x.com/MDbayez29442036/status/1892127503357006142?t=wTZkscQqO6Ro9qHHJk-tIA&s=19
Wow what a detailed and thoughtful post I'm really impressed by the effort you put into breaking down your monthly expenses and sharing your personal experiences with budgeting. Your point about saving for emergency purposes is especially important, and I'm glad you shared your story about using your savings to help your family in a time of need. Thanks for participating in the contest and sharing your insights with us I wish you all the best.
২০০ ডলার দিয়ে কিভাবে দুইজনের পরিবার চালানো যায় আপনি সেটা খুব চমৎকারভাবে আমাদের সাথে শেয়ার করেছেন আসলে প্রতিটা জিনিসের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছেন ২৫ হাজার টাকা দিয়ে মোটামুটি অবশ্যই দুইজনের সংসার চালানো সম্ভব সে সাথে আরো কিছু টাকা বেশি থাকে।
আসলে আপনার ফ্যামিলির মতো আমারও ফ্যামিলিতে এ ধরনের সমস্যা হতো তবে কখনো আমাদেরকে চিন্তা করতে হয়নি আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমাদের সংসারের সকল খরচ বহন করেছে মা আমাকে কখনো বুঝতে দেয়নি সংসারের মধ্যে কি ঝামেলা রয়েছে তারপরেও আমি বলব কিছু টাকা বাঁচিয়ে রাখা খুব প্রয়োজন কারণ কখন আপনার বিপদ কোন দিক থেকে আসবে সেটা আপনি নিজেও জানেন না। তাই সঞ্চয় করা অনেক ভালো একটা উত্তম অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।