You are viewing a single comment's thread from:
RE: আমার সাথে কষ্ট গুলো অনেক ভালো বন্ধু করে নিয়েছে।
কথা বলে অতিরিক্ত কোন কিছুই ভালো না আমার কাছে মনে হয় কাউকে ভালোবাসা তো দূরের কথা অতিরিক্ত কারো খোঁজ-খবর নেয়াটা অনেক বড় অন্যায় কেননা আপনি যখন অতিরিক্ত কারো কাছে খোঁজখবর নিবেন তখন দেখবেন সেই মানুষটা আপনাকে নিয়ে সন্দেহ শুরু করবে।
সবকিছুই ঠিক ছিল যদি আপনি তার কথা মত চলতে পারতেন প্রবাস জীবনটাই এমন চাইলেও প্রিয় মানুষগুলোর কাছে থাকা যায় না তবে অতিরিক্ত কারো কাছে কোনো আশা করবেন না এটা আপনাকে নিরাশ করে তুলবে ভালো থাকবেন।