আমার সাথে কষ্ট গুলো অনেক ভালো বন্ধু করে নিয়েছে।

in Incredible India7 days ago (edited)

জীবনের অর্থ হয়তো বা বুঝি না, তবে এই জীবনে ব্যথা গুলো সব সময় মনে থাকবে। কারণ বাস্তব জীবন অনেক কিছু শেখাচ্ছে, বাস্তব জীবন অনেক কিছু উপহার দিয়ে যাচ্ছে। যে গুলো হয়তোবা নিজের সাথে না ঘটলে, বুঝতে পারতাম না। জীবনটা খুব সহজ নয়, এই জীবনটা চালাতে হলে অনেক কষ্ট পেতে হয়। জীবনে এমন কিছু ঘটনা, এমন কিছু কাজ ঘটে যাচ্ছে। যে গুলোর জন্য আমি হয়তো বা কখনো প্রস্তুত ছিলাম না।

1000059418.jpg

এই জীবনে দুঃখ টাও আমাদের মেনে নিতে হবে, আবার সুখ টাও আমাদের অনুভব করতে হবে। সব কিছু মানিয়ে আমাদের জীবন, তবে এই জীবনে যখন দুঃখ কষ্ট আসতে থাকে। তখন শুধু কষ্ট গুলো আমাদের জীবনে বারবার আসে। তখন মানুষ সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে, অনেক মানুষ এই কষ্ট গুলো সামাল দিতে পারে। কিন্তু এই কষ্ট গুলো মোকাবেলা করতে সবাই প্রস্তুত থাকে না।

অনেকেই এই কষ্ট গুলো নরমাল ভাবে নিয়ে থাকে, আবার অনেকে এই কষ্ট গুলো সহ্য না করতে পেরে পৃথিবী ছেড়েই চলে যায়। তবে আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মানুষ নই। কারণ বর্তমানে কষ্ট পেতে পেতে অভ্যাস হয়ে গিয়েছে। কারন আমার জীবনে যে মানুষটি আসে সেই আমার কষ্ট দিয়ে যায়। তাই এই কষ্ট গুলো এখন আর খুব বেশি লাগে না আমার মনে।

1000059415.jpg

এই কষ্ট গুলো মেনে নিতে অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়, তবুও আল্লাহর কাছে সব সময় একটি কথা বলে যাই। তুমি ধৈর্য ধরার ক্ষমতা দাও আমার, তুমি পরীক্ষা নিচ্ছো নিতে থাকো। তোমার পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেলে, তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে। তখন তুমি আমার জীবনে একটি সময় সুখ দিবে। এবং সেই সময় আমি অনেক বেশি মন খুলে হাসবো।

মুখে হয়তোবা এখন সব সময় হাসিটা দেখা যায়, কিন্তু ভেতরে ভেতরে বুকটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কারণ যাকেই বেশি আপন ভাবি সেই তো বেশি কষ্ট দেয়। কেনো আমার সাথে এমনটা হয় বারে বার, আমি এই প্রশ্নের উত্তরটা আসলে জানি না, জানার চেষ্টা করেছি অনেক বার, কিন্তু এই উত্তরটা আমি কখনো খুঁজে পাইনি। তাই এই প্রশ্নের উত্তরটা আর আমি খুঁজতে চাই না।

1000059417.jpg

তবে একটি কথা ভেবে অনেক বেশি ভালো লাগে, মানুষ কি কষ্ট দেওয়ার জন্য শুধু আমাকেই খুঁজে পাই। দেখুন এই পৃথিবীতে কতো মানুষ আছে, সেই সব মানুষ রেখে কষ্ট দেওয়ার মতো মানুষ আমাকেই বেছে নিয়েছে। বিষয়টি ভাবলেই কেমন একটি অদ্ভুত লাগে তাই না। এবং এই কথা গুলো ভাবতে থাকলে চোখ দিয়ে পানি এমনি চলে আসে, কেনো আমার জীবনে এতো কষ্ট আসে।

1000059416.jpg

কাউ কে অতিরিক্ত চাওয়াটা কি ভুল, কাউকে মনে প্রানে ভালোবাসাটা কি ভুল। তাহলে ভালোবেসে কেনো আজ কাঁদবো আমি। কেনো ভালোবেসে কষ্ট পাবো আমি, জানি এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারবে না। তবে ভালই লাগে যখন ভাবি কেউ তো আমার কথা ভাবে কষ্ট দিতে আসলেও। সে হয়তো আমার জীবনে কষ্ট দিতে এসেছে, তবুও আমার নিয়ে তো কিছু সময় ভেবেছে।

কষ্ট দিয়েছো দুঃখ নাই কিছু দিন পরে হয়তো বা আমিও স্বাভাবিক ভাবে চলতে শুরু করব। কিন্তু একটি বার ভাববে আমার মতো পাগল আর কি কখনো পাবে। যদি পেয়ে যাও তাহলে তাকে কখনো দুঃখ দিও না। তাকে তোমার জীবনে অনেক শক্ত করে ধরে রাখবে। এটাই তোমার কাছে চাওয়া।

1000045708.png

1000046882.gif

ধন্যবাদ সবাইকে।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 6 days ago 

আপনার অনুভূতি খুবই গভীর এবং হৃদয়স্পর্শী। জীবনের কষ্টগুলোর সাথে মানিয়ে নেওয়ার সত্যিই প্রশংসনীয়। আপনার সাহস ও ধৈর্য একটি সাধারণ মানুষের জন্য এক বিশাল প্রেরণা। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক , এবং সুখের সময় খুব শীঘ্রই আসবে আপনার জন্য এই দোয়াই রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

 3 days ago 

আসলে যে জীবন থেকে হারিয়ে যায় তাকে হারিয়ে যেতে দিতে হয়। তাকে নিয়ে পড়ে থেকে নিজের জীবন নষ্ট করে কোন লাভ নেই তবু মনের মধ্যে কিছু কিছু প্রশ্ন আসে যে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না। অনেক খারাপ লাগে যখন নিজে একান্ত ভাবে বসে কিছু মনে করি। যাই হোক আমাকে সাহস দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 6 days ago 
  • একটা কথা আছে জানেন তো,যে যত বেশি হাসে সে তার মনে তত বেশি কষ্টই লুকিয়ে রাখে। সেটা আপনি, আমি আমাদের মত মানুষেরা আরও বেশি ভালো করে বুঝতে পারে।

  • কষ্ট পেলে আমাদের অনেক সময় এটা মনে হয় ভালবাসলে বা বিশ্বাস করলে তার বিনিময়ে বোধহয় কষ্টই পেতে হয়। আমিও এই কথার সাথে সহমত। তবে কি জানেন, আমরা কাউকে বিশ্বাস করি বা ভালোবাসি এটা আমাদের দোষ নয়, কারণ এটাই সব মানুষের করা উচিত। তবে যারা সেই ভালোবাসা বা বিশ্বাসের মূল্যায়ন করতে পারেনা ভুলটা তাদের।

  • তাই নিজের ভালোবাসা ও বিশ্বাসের প্রতি বিশ্বাস রাখবেন, অন্যের কাছ থেকে খারাপ ব্যবহার বা কষ্ট পেলে তার হিসাব রাখার জন্য সৃষ্টি কর্তা আছেন। তিনি ঠিক সময় সব মানুষকে তার কর্মের হিসাব দেখিয়ে দেন। এমন করে হাসতে থাকুন, কষ্ট লুকিয়ে হাসতে পারা মানুষের সংখ্যা খুবই কম। আপনার লেখাটা পড়ে খানিক নিজের মনের প্রতিফলনই পেলাম। ভালো থাকবেন।

 3 days ago 

এটা একদম ঠিক বলেছেন যে মানুষটি অতিরিক্ত হাসির মধ্যে থাকে তার মনের মধ্যে অনেক কষ্ট লুকানো থাকে। এবং কষ্ট লুকিয়ে সবাই হাসতে পারে না এটা আমি অবিশ্বাস করি। এবং আরো উল্লেখ করেছেন আপনি এটা আমি একদম আপনার সাথে সহমত। যে মানুষটি আমাদের বিশ্বাস করে তার কোন দোষ থাকে না। যে মানুষটি বিশ্বাসের মর্যাদা রাখতে জানে না। সে এক দিন না এক দিন তার হিসাব ঠিক পাই। ভালো লাগলো দিদি আপনার মন্তব্য পেয়ে‌। আমি আনন্দিত আপনার এই সুন্দর মন্তব্য পড়তে পেরে। শুভকামনা রইল আপনার জন্য।

 6 days ago 

জীবনে যখন যে পরিস্থিতি আসুক না কেন সবকিছুই আমাদের মেনে নিতে হবে সব সময় সুখ থাকবে এরকমটা নয়।। তবে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি ধৈর্য চাচ্ছেন সেটা শুনে অনেক ভালো লাগলো।। ধৈর্য পারে মানুষকে অনেক কিছু করে দিতে।। জীবন নিয়ে অনেক লেখা আমাদের মাঝে উপস্থাপন করেছেন শুনে অনেক কিছু বুঝতে পারলাম।।

 3 days ago 

আমি সব সময় ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে থাকি। তিনি যদি চান তো আমি মন ভালো করে ধৈর্য ধরে থাকতে পারি। ঠিক বলেছেন ধৈর্য ধারণ করলে মানুষ পারেনা এমন কোন কাজ নেই এবং আমিও চাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 5 days ago 

জীবনের কঠিন বাস্তবতা সত্যি আমাদের অনেক কিছু শিখায়। কষ্ট যেন আপনার নিত্য সঙ্গী হয়ে উঠেছে, তবে ধৈর্য আর বিশ্বাসের পারে এই কষ্টকে শক্তিতে পরিণত করতে। প্রতিটি দুঃখ একদিন সুখের দার খুলে দেবে এ আশাটুকু বাঁচিয়ে রাখুন। যে আপনাকে সত্যিকারের ভালবাসবে সে কখনোই কষ্ট দেবে না বরং আপনাকে আগলে রাখবে। আল্লাহ আপনাকে শক্তি দিন সুখ দিন আপনার হৃদয়ে প্রশান্তি নেমে আসুক।

 3 days ago 

জি আপু জীবনের কঠিন বাস্তবতা আমাদের অনেক কিছু শেখায়। এবং সেখান থেকে আমরা অনেক কিছু বুঝি। যেগুলো হয়তোবা আমাদের বুঝতে বাকি থাকে। জানিনা কপালে কি আছে তবে সব সময় চেয়ে তো যায় এমন একটি মানুষ আসুক জীবনে যে সারা জীবন থেকে যাবে বিশ্বাসের মর্যাদা রেখে। সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

কথা বলে অতিরিক্ত কোন কিছুই ভালো না আমার কাছে মনে হয় কাউকে ভালোবাসা তো দূরের কথা অতিরিক্ত কারো খোঁজ-খবর নেয়াটা অনেক বড় অন্যায় কেননা আপনি যখন অতিরিক্ত কারো কাছে খোঁজখবর নিবেন তখন দেখবেন সেই মানুষটা আপনাকে নিয়ে সন্দেহ শুরু করবে।

সবকিছুই ঠিক ছিল যদি আপনি তার কথা মত চলতে পারতেন প্রবাস জীবনটাই এমন চাইলেও প্রিয় মানুষগুলোর কাছে থাকা যায় না তবে অতিরিক্ত কারো কাছে কোনো আশা করবেন না এটা আপনাকে নিরাশ করে তুলবে ভালো থাকবেন।