আগামী দিন বলে আমাদের জীবনে কিছু আছে এটা আমরা কখনোই বলতে পারি না। কারণ আমাদের জীবনের এক সেকেন্ডের ভরসা নেই যে কোন মুহূর্তে যেকোনো কিছু হয়ে যেতে পারে। আপনি ঠিকই বলেছেন আমরা কত বছর কত দিন নষ্ট করেছি। সেটা যদি এখন হিসাব করতে বসি তাহলে আফসোস ছাড়া আর কিছুই করা যাবে না। আপনার মত আমিও এখন আর আজকের কাজ কালকের করব এই চিন্তাটা বাদ দিয়ে দিয়েছে, সময়ের কাজ সময় করার চেষ্টা করছি।
নিজের কষ্টের কথা আপনি যদি কারো কাছে প্রকাশ না করেন। তাহলে সেটা কেউ বুঝতে চায় না। আপনি ঠিকই বলেছেন না কাটলে মাও দুধ দেয় না, এটাই স্বাভাবিক। তবে আজকের দিনটা আপনার অনেক বেশি ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। আপনার শ্বশুরকে হসপিটালে চেকআপ করানোর জন্য নিয়ে গিয়েছিলেন। পুরোটা সময় আপনার ওখানেই ব্যয় করতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনার আর একটা দিনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।