RE: Weekly Engagement Report as a Moderator - by @isha.ish
গত সপ্তাহে আপনি আপনার বাড়ির বাহিরে ছিলেন। যার কারণে আপনার কাজের প্রতি অনেক বেশি সমস্যা ছিল। আসলে বাহিরে থাকলে কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করা যায় না এটাই স্বাভাবিক। তবে এই সপ্তাহে আপনি ৩৬ টা পোস্ট ভেরিফিকেশন করতে সক্ষম হয়েছেন। যেটা দেখে বেশ ভালো লাগলো, একজন মডারেটর হয়ে নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করে যাচ্ছেন।
এরপর আপনি আমাদেরকে জানিয়েছেন এংগেজমেন্ট এর কথা। এনগেজমেন্ট আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে আমরা যতটুকু এনগেজমেন্ট করি তার ফিডব্যাক কিন্তু আমরা পেয়ে যাই। তাই আমি মনে করি প্রতিটা ইউজার হোক বা মডারেটর সবার এংগেজমেন্ট বৃদ্ধি করা অনেক বেশি প্রয়োজন। এই প্লাটফর্ম থেকে আপনি যদি ভালো কিছু আশা করেন তাহলে আপনার এনগেজমেন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।