Weekly Engagement Report as a Moderator - by @isha.ish

in Incredible India17 days ago

নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। ভালো আছেন। আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে আমার চতুর্থ এনগেজমেন্ট রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করতে নিচ্ছি। একজন মডারেটর হিসাবে গত সপ্তাহে আমার কেমন এনগেজমেন্ট ছিল, সেটা এই রিপোর্ট এর মাধ্যমে আপনাদের সকলের কাছে আমি শেয়ার করে নিতে চাই।

যেহেতু গত সপ্তাহে আমি আমার শহরের এবং রাজ্যের বাইরে ছিলাম। এই কারণে আমার এনগেজমেন্টের রেজাল্ট খুবই শোচনীয় হয়েছে। গত সপ্তাহে খুবই কম আমি এনগেজ থাকতে পেরেছি এই প্লাটফর্ম এর সাথে। কোথাও ঘুরতে গেলে, যেমনটা হয় আর কি। কোথাও ঘুরতে গিয়ে স্বাভাবিকভাবেই কাজের সাথে সেই সংযোগটা থাকে না। আমরা নিজেদের ডেইলি লাইফে যেভাবে কাজ করে থাকি, সেটা অন্য কোথাও গেলে হয়ে ওঠে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এ সত্ত্বেও নিজের এনগেজমেন্ট প্রত্যেক সপ্তাহের মত এই সপ্তাহতে কেমন ছিল তা আপনাদের সাথে শেয়ার করা আমার কর্তব্য।

1000201078.jpg

নিজের ঘোরাঘুরির পাশাপাশি যেটুকু সময় পেয়েছি তাতে আমি চেষ্টা করেছি এই প্লাটফর্মে যেটুকু সময় দেওয়া যায়। একজন মডারেটর হিসেবে কতটা দায়িত্ব পালন করতে হয়, তা আমি আগে বুঝতামই না। যখন একটা জেনারেল ইউজার ছিলাম। তখন বুঝতে পারতাম না একজন মডারেটরকে কতগুলো দায়িত্ব পালন করে সমস্ত জিনিস হ্যান্ডেল করতে হয়। মডারেটর হওয়ার আগেও আমার ভিতরে একটু ভয় লাগছিল, কারণ এটা একেবারেই একটা বিরাট বড় দায়িত্বের কাজ। তাই কোনভাবেই এই জায়গাগুলোতে ভুল হলে সেগুলোর ফলাফল খুবই খারাপ হয়।

যেমন এই সপ্তাহে আমার অনেক ভুল হয়েছে। যেহেতু আমি বাইরে ছিলাম, তাই সেভাবে মনোযোগ সহকারে কাজ করতে পারিনি। এ কারণে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মডারেটর প্যানেলে আমরা যে কজন আছি। সকলের আলাদা আলাদা কাজের সময় ভাগ করা আছে। আমি সাধারণত সকাল সাড়ে দশটা অথবা এগারোটার পর থেকে কাজ শুরু করে থাকি। তারপর সেটা কোনদিন বিকেল অব্দি থাকে। কোনদিন আবার কিছুটা সন্ধ্যে অব্দি হয়ে যায়। কারণ এই সময়টুকুতে বেশিরভাগ টাইমে পোষ্টের সংখ্যা কম থাকে। এ কারণে আমি যতটা পারি সন্ধ্যে অব্দি করার চেষ্টা করি। আমার অসুবিধার সময় প্রত্যেক মডারেটর আমাকে যেভাবে সাহায্য করে, তাতে সত্যিই আমি অনেক কৃতজ্ঞ।

আমি বিগত দুই মাসের বেশি হল পোস্ট ভেরিফিকেশন করছি। আমি যেটুকু বুঝতে পারলাম, এর সত্ত্বেও এখনো অব্দি আমি অনেক কিছু শিখে উঠতে পারিনি। এখনো আমার ভেতরে বিষয়গত অনেক ক্ষেত্রে ডাউট আছে। যেগুলো ক্লিয়ার করতে প্রতিনিয়ত আমাকে @sampabiswas দিদি এবং @tanay123 দাদা সাহায্য করে।

যেহেতু একটি পোস্ট ভেরিফিকেশন করতে বিভিন্ন রকম সাইটে গিয়ে পোস্টের বিষয় চেক করতে হয়।। তাই এগুলি একেবারেই সহজ কাজ নয়। একটি পোষ্ট কপিরাইট ফ্রি কিনা, Ai/GPT ফ্রী কিনা, এটা অন্য কোন সাইটে ব্যবহার করা হয়েছে কিনা, সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা লিংক থাকে। এর সাথে ইউজার ভেরিফাইড কিনা, সেটা দেখার পদ্ধতি আছে। ইউজার ক্লাব মেইনটেইন করছে কিনা সেটা দেখার আলাদা লিংক আছে। সমস্ত লিংকে সবকিছু যে বোঝা যায় তা নয়। একেবারে এগুলো অভিজ্ঞতার কাজ।

মডারেশন শেখার পর যখন কাজগুলো শুরু করেছিলাম, তখন বিষয়টি সহজ বলে মনে হতো। যত নিত্যনতুন এবং নানান ধরনের ইউজারের সম্মুখীন হচ্ছি। ততো বিষয়টি নিয়ে আমার ভয় কাজ করছে। পুরোপুরি বিষয়টিকে সহজ বলে মনে হচ্ছে না। আসলে মানুষ পরিস্থিতির চাপে পড়ে সবকিছু শিখে ফেলে। আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেয়। আমিও প্রতিনিয়ত মডারেশন করতে করতে অনেক কিছু শিখছি।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

গত সপ্তাহে ২৯ শে জানুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি অব্দি আমি মোট ৩৬ টি পোস্ট ভেরিফিকেশন করতে সক্ষম হয়েছি। ভেরিফিকেশন এর সংখ্যা গত তিনবারের এনগেজমেন্ট রিপোর্ট দেখলে বোঝা যাবে, তিনটে রিপোর্টের ভেরিফিকেশন সংখ্যার থেকে একেবারেই কম। আশা করছি এটি পরবর্তী সপ্তাহ গুলিতে মেকআপ হয়ে যাবে।

DateNumber of post verification
29/1/20257
30/1/2025.
31/1/2025.
1/2/20254
2/2/20259
3/2/20257
4/2/20259
Total36

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

নিচে তারিখসহ আমার গত সপ্তাহের নিজস্ব পোস্ট গুলির সংখ্যা দেওয়া রয়েছে। সাথে পোস্টগুলির লিংক দেওয়া রয়েছে। চার্ট দেখে স্বাভাবিকভাবে আমি লজ্জিত। এর আগে এরকম কখনোই হয়নি যে আমি একটি সপ্তাহে এত কম পোস্ট করেছি। যেহেতু বাইরে ছিলাম এবং শরীরের অবস্থা একেবারেই ভালো নেই, এ কারণেই এতটা বাজে এনগেজমেন্ট।

DateLinks of my post
29/1/2025Weekly Engagement Report as a Moderator - by @isha.ish
30/1/2025No post
31/1/2025No post
1/2/2025গিয়েও ফিরে আসা
2/2/2025No Post
3/2/2025খুশির মুহুর্ত
4/2/2025ডিনার প্ল্যান

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেমন এংগেজমেন্ট রাখবেন তার ফিডব্যাক সেরকম পাবেন। সেটা একজন মডারেটর হোক অথবা জেনারেল ইউজার। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই সকলে এনগেজমেন্টের পরিমাণ অবশ্যই বৃদ্ধি করুন। আমিও পরবর্তী সপ্তাহে আমার এংগেজমেন্ট বৃদ্ধি করব।

কমিউনিটিতে এই সপ্তাহে ভেরিফিকেশন করতে গিয়ে অনেক জনের পোস্টে AI/GPT লক্ষ্য করেছি। যেটা এই প্লাটফর্মে একদম নিষিদ্ধ। তাই সকলের উদ্দেশ্যে বলবো এই বিষয়গুলি খেয়াল রাখতে।

সাথে একই পোস্ট এই প্লাটফর্ম ছাড়াও অন্য ওয়েবসাইটে ব্যবহার করেছে অনেকে। সেগুলো আমার চোখে পড়েছে এই সপ্তাহে ভেরিফিকেশন করার সময়। এগুলো প্রতিনিয়ত হতে থাকলে পদক্ষেপ সেরকমই নেওয়া হবে।


সবশেষে আমি আমার খুবই প্রিয় @sduttaskitchen এডমিন দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। সাথে আমার আরো একজন খুবই কাছের , আমাদের প্ল্যাটফর্মের কো- এডমিন @sampabiswas দিদিকে ধন্যবাদ জানাতে চাই। সাথে অনেক অনেক ভালোবাসা। আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য এবং সাথে সংশোধন করতে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ দুজনকেই। এর সাথে আমি আমার সহযোগী মডারেটরদের ধন্যবাদ জানাচ্ছি @tanay123 এবং @nishadi89 । সকলের সাহায্য ছাড়া কখনোই আমি আমার প্রত্যেক সপ্তাহের দায়িত্ব সম্পূর্ণ করতে পারতাম না। তাই সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।

Sort:  
Loading...
Loading...
 16 days ago 

গত সপ্তাহে আপনি আপনার বাড়ির বাহিরে ছিলেন। যার কারণে আপনার কাজের প্রতি অনেক বেশি সমস্যা ছিল। আসলে বাহিরে থাকলে কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করা যায় না এটাই স্বাভাবিক। তবে এই সপ্তাহে আপনি ৩৬ টা পোস্ট ভেরিফিকেশন করতে সক্ষম হয়েছেন। যেটা দেখে বেশ ভালো লাগলো, একজন মডারেটর হয়ে নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করে যাচ্ছেন।

এরপর আপনি আমাদেরকে জানিয়েছেন এংগেজমেন্ট এর কথা। এনগেজমেন্ট আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে আমরা যতটুকু এনগেজমেন্ট করি তার ফিডব্যাক কিন্তু আমরা পেয়ে যাই। তাই আমি মনে করি প্রতিটা ইউজার হোক বা মডারেটর সবার এংগেজমেন্ট বৃদ্ধি করা অনেক বেশি প্রয়োজন। এই প্লাটফর্ম থেকে আপনি যদি ভালো কিছু আশা করেন তাহলে আপনার এনগেজমেন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 16 days ago 

আপনার এনগেজমেন্ট রিপোর্ট পড়ে বুঝতে পারলাম আপু মডারেটরে দায়িত্ব কতটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। যদিও আপনি শহরের বাইরে ছিলেন এবং শরীর ঠিক ছিল না তবুও ৩৬ টি পোস্ট ভেরিফাই করা সত্যিই প্রশংসনীয়।প্রতিটি নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখার যে মনোভাব আপনি ধরে রেখেছেন সেটাই আপনাকে আরো দক্ষ মডারেটর হিসেবে গড়ে তুলবে। আশা করছি আগামী সপ্তাহগুলোতে আপনার এনগেজমেন্ট আবার আগের মত হবে। আপনার জন্য শুভকামনা রইল।

আসলে সত্যি বলতে দায়িত্ব অনেক কঠিন জিনিস। এটা পালন করতে গিয়ে সব সময়ই নানা ধরনের চ্যালেন্জের মুখে পরতে হয়। আপনে আপনার এনগেজমেন্ট রিপোর্ট অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এতোটা ব্যস্ততার মাঝেও অনেকগুলো পোষ্ট আপনে চেক করেছেন৷ আগামিতেও এভাবেই নিজের দায়িত্ব পালন করে যাবেন। আপনাদের থেকে সব সময়ই আমার শিখি। আশা করি সামনেও শিখব। আপনার জন্য শুভ কামনা রইল।

 16 days ago 

লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো, আসলেই আমরা সাধারণ ইউজাররা খুব বেশি একটা উপলব্ধি করতে পারিনা একজন দায়িত্বপ্রাপ্ত মানুষের কাঁধের উপর কতটা দায়িত্ব, দূর থেকে কাজটা যতটা সহজ মনে হয় কাজটা ঠিক ততটাও সহজ নয়। তবে জীবনে চলার পথে রিফ্রেশমেন্টের খুব প্রয়োজন, সুন্দরভাবে আপনার দায়িত্ব পালন করেছেন তবে একটু নিজেকেও সময়ে দিয়েছেন জেনে ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।