RE: নিজের হাতে খিচুড়ি রান্না করে খাওয়ার অনুভূতি।
প্রবাস জীবনটাই এমন চাইলেই কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী তরকারি বা কোন কিছু রান্না করে খাওয়া যায় না বেশিরভাগ সময় অনেকের কাছেই শুনে থাকি তারা বেশিরভাগ মাংস খেয়ে থাকে কেননা এটা রান্না করার সহজ অন্যান্য তরকারি রান্না করতে গেলে আপনাকে অনেক কিছু জিনিসের যেমন প্রয়োজন হয় তেমন খাটনি বেশি হয় যার কারণে প্রবাসীরা কম কষ্টের কাজ খুব তাড়াতাড়ি করতে পছন্দ করে কেননা সারাদিন কাজ করে এসে আবার অন্যান্য তরকারি রান্না করার মত সময় তাদের হয়ে ওঠে না।
আজকে যখন বাসায় এসে দেখলেন আজকেও মাংস রান্না করতে হবে তাই সিদ্ধান্ত নিয়েছেন খিচুড়ি রান্না করার আপনার সিদ্ধান্ত কিন্তু বেশ ভালো কেননা এটাও কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তবে এটার স্বাদ একটু অন্যরকম হয়ে থাকে ধন্যবাদ নিজের রুমে থাকা মানুষদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।