আপনার এলাকার সেসব তো দেখি আমার আগ্রহ হয়েছে আপনার পোস্টটি পরিদর্শন করার। কারণ অনেকবার বিভিন্ন ক্রিয়া করার কারণে এরকম হঠাৎ দৌড় দেওয়ার সাথে যুক্ত আমি। ঠিক সেই কৌতুহল থেকে আপনার পোস্টটা করলাম।
আপনার বাবার কাজের বিষয়ে যে অভিমত আপনি তুলে ধরেছেন এটা একদমই সঠিক কারণ শিল্প সূক্ষ্ম মেধার এক সৃষ্টি। যেটার জন্য মনোযোগ ঠিক রাখাটা বাধ্যতামূলক তাই মাথায় কোনো দুশ্চিন্তা থাকলে সেটা একদমই সম্ভব না।
যে পরিস্থিতি তাতে এতোদিন বিলম্ব করাটাও সম্ভব ছিলনা। আপনার জায়গায় আমি হলেও এই সিদ্ধান্তই নিতাম। তবে আমাদের এখানে এভাবে চার্জ দিয়ে সিরিয়াল দিতে হয় না। মোটামুটি স্ব-শরীরে একটু পকেট ভারী করে নিয়ে গেলেই করা সম্ভব। যেটা এক কথায় খুব খারাপ তবে খুব জরুরী হলে এটা ভালোই।
এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় সকলে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না যেমনটা আপনি নিয়েছিলেন। প্রকৃতপক্ষে প্রয়োজন কোনো আইন মানে না। তবে আপনার কিছুটা অভিজ্ঞতা ও আছে যে কারণে হয়তো এই সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হয়নি।