আমাদের বাড়িতেও গতকাল পাকা কলার বড়া বানানো হয়েছিল। ঘরে বেশ কিছু পাকা কলা ছিল সেগুলো দিয়েই রাতে বড়া বানানো হয়েছিল।
তুমি যেভাবে বানিয়েছো আমরাও একই রকম পদ্ধতি অবলম্বন করেই কলার বড়া বানিয়েছিলাম। যেহেতু আমি তালের বড়া খেতে তেমন ভালোবাসি না তাই এই কলার বড়া আমার খুব পছন্দের।
তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।