পাকা কলার বড়া রেসিপি

in Incredible India8 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন ।আজকে আবারো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলের খুব ভালো লাগবে।

IMG20241219193428.jpg

সব রকম ফল খেতে আমি ভীষণ পছন্দ করি। রোজ দুপুরবেলায় ভাত খাবার পরে কিছু না কিছু ফল আমি প্রতি নিয়মিত খাই। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাকা কলার বড়া। কাঁচা অথবা পাকা কলা কে সাধারণত সব ফলের মধ্যে স্বাস্থ্যকর খাবার হিসেবে ধরা হয়। কলাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। আমরা অনেক সময় কলা একটু বেশি পেকে গেলে সাধারণত ফেলে দিন। সেই কলা ফেলে না দিয়ে কিভাবে বড়া বানানো হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। যেকোনো তেলেভাজা জিনিস সন্ধ্যাবেলায় খেতে খুবই ভালো লাগে। তবে সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে আরো স্বাস্থ্যকর হয়। তবে আমি বাড়িতে যে কোন তেলেভাজা জিনিস সবসময় খেতেই পছন্দ করি।

ভিডিও লিংক

বাড়িতে পাকা কলার বড়া বানালে খুবই সুস্বাদু হয়। ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। খুব মুখরোচক হয়। যেকোনো কলা দিয়েই বানানো যায়। তবে বেশি পাকা কলা হলে বেশি ভালো হয়। চলুন তাহলে আজকে শুরু করি কিভাবে পাকা কলার বড়া বানানোর পদ্ধতি।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
পাকা কলা৫ টা
ময়দা৩০০ গ্ৰাম
লবণসামান্য
চিনি১ কাপ
চালের গুঁড়ো১০০ গ্ৰাম
সাদা তেলপরিমাণ মতো

IMG_20250323_203443.jpg

প্রথম ধাপ

প্রথমেই কয়েকটা পাকা কলা নিয়ে নিয়েছি। এরপর কলা গুলো খোসা ছাড়িয়ে নিয়েছি।

IMG_20250323_203638.jpg

দ্বিতীয় ধাপ

এরপর একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর ছাড়িয়ে রাখা পাকা কলা গুলো ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আগে থেকেই আমি চিনি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। ভিজিয়ে রাখা চিনি দেওয়ার পর কলা আর ময়দা ভালো করে চটকে মেখে নিতে হবে।। এরপর সামান্য চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ো দিলে বড়া আরো খাস্তা হয়।

IMG_20250323_203824.jpg

তৃতীয় ধাপ

খানিকক্ষণ হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নেওয়ার পর খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। যাতে চিনির দানাগুলো ভালোভাবে গলে যায়। জল প্রয়োজন মতো ব্যবহার করতে হবে বেশি জল দিয়ে পাতলা করলে হবে না ।ব্যাটারটা আঠালো প্রকৃতির তৈরি করতে হবে।

IMG_20250323_203944.jpg

চতুর্থ ধাপ

এবারে খানিকক্ষণ পর ঢাকনা খুললে দেখা যাবে ব্যাটারটা খুব সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে ।এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিতে হবে।

IMG_20250323_204026.jpg

পঞ্চম ধাপ

এরপর তেল গরম হলে ছোট ছোট বড়ার আকৃতি করে তেলের মধ্যে দিতে হবে। সাইজ নিজেদের মন মতো করে দিতে হবে। আমি আমার মত করে ছোট ছোট আকৃতি বড়া তৈরি করেছিলাম। এরপর তেলে দেওয়ার পর ভালো করে দুই পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে।

IMG20241219193418.jpg

তৈরি

ভালো করে দুই পিঠ ভেজে তেল ঝরিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে মুচ মুচে পাকা কলার বড়া।

IMG20241219193425.jpg

রেসিপিটি তৈরি করা খুবই সহজ। রেসিপিটি তৈরি করতে বিশেষ কোন উপকরণ আমি ব্যবহার করিনি। এই কয়েকটা উপাদান দিয়ে তৈরি করলেই পাকা কলার বড়া খেতে দুর্দান্ত লাগে। আপনারা ও বাড়িতে রেসিপি টি তৈরি করতে পারেন। এরকম বড়া স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার। খুব কম সময়ে রেসিপি তৈরি করা যায়। ভিডিও লিংক দেওয়া থাকল আপনারা চাইলে দেখতে পারেন।


আজ এইখানেই শেষ করছি। আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
Loading...

TEAM 7 ¡Congratulations! This post has been voted through steemcurator09. We support quality posts, good comments anywhere and any tags.

1000098952.png

Curated By: @vivigibelis
 5 days ago 

আমাদের বাড়িতেও গতকাল পাকা কলার বড়া বানানো হয়েছিল। ঘরে বেশ কিছু পাকা কলা ছিল সেগুলো দিয়েই রাতে বড়া বানানো হয়েছিল।

তুমি যেভাবে বানিয়েছো আমরাও একই রকম পদ্ধতি অবলম্বন করেই কলার বড়া বানিয়েছিলাম। যেহেতু আমি তালের বড়া খেতে তেমন ভালোবাসি না তাই এই কলার বড়া আমার খুব পছন্দের।

তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 yesterday 

কলা আমরা সাধারণত এমনি খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু কলা দিয়ে যে আবার বড়া তৈরি করা হয় সেটা আমার জানা ছিল না তবে কলা দিয়ে পিঠা তৈরি করা হয়ে থাকে যেটা আমার মা অনেকবার তৈরি করেছে আমার কাছে খেপি কিন্তু বেশ ভালই লেগেছে আজকে আপনার কলা দিয়ে তৈরি করা দেখতে অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে ইনশাল্লাহ অবশ্যই একদিন তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ ভাল থাকবেন।