You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of March #2| Do you acknowledge accumulating protection should be our birthright?

in Incredible India10 days ago

প্রথম অবস্থায় আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। কিভাবে তারা বিপদ সংকেত চিনতে পারবে। আগে থেকে তারা বুঝতে পারবে। অপরিচিত কোন মানুষের সাথে যখন চলাফেরা করবে। তাদের সন্দেহজনক আচরণ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাদেরকে সতর্কতা এবং সচেতন থাকতে হবে।
আপনার উপরোক্ত এই কথাগুলোর সাথে আমিও সম্পূর্ণরূপে একমত। কারণ আমাদের কোমলমতি শিশুদেরকে নতুন অপরিচিত লোকের ব্যবহার বুঝতে হবে এবং তাদের কিছু কিছু ব্যবহার দেখে বুঝতে পারবে কে ভালো মানুষ কিংবা কে খারাপ মানুষ ।যদি কারো খারাপ উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য থেকে নিজেকে কিভাবে রক্ষা করতে হবে তা যেন শিশুটি বুঝতে পারে।

প্রতিটি শিশুরই উচিত বাবা ও মায়ের এবং পরিবারের অন্য সদস্যদের ফোন নাম্বার মুখস্ত রাখা এবং তার বাড়ির ঠিকানাটাও মুখস্ত রাখবে তাহলে সে যদি কখনো হারিয়ে যায় বা কোন বিপদের সম্মুখীন হয় তখন সে কারো কাছে সাহায্য যেতে পারবে এবং তার বাবা-মাকে ফোন করতে পারবে ।

প্রতিটি শিশুকে তার নিজ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে ।কারণ আমিও বিশ্বাস করি সকল ধর্মেই উল্লেখ আছে সৎ থাকা ,সৎ ভাবে জীবন যাপন করা এবং নারীদেরকে সম্মান করা।

যেহেতু অপরাধের ধরোন ভিন্ন হয়েছে এবং অনেক নৃশংস হয়েছে তাই আমিও আপনার সাথে একমত প্রকাশ করে বলছি. শিশু ও নারীর আত্মরক্ষার জন্য আইন আরো কঠোর করা উচিত এবং তা বাস্তবায়ন করা উচিত। এই প্রতিযোগিতার প্রতিটি প্রশ্ন আপনি খুব সুন্দর বিশ্লেষণ করেছেন ।আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ।

Sort:  
 9 days ago 

অবশ্যই আমাদের বাবা-মায়ের জায়গা থেকে এই বিষয়গুলো মাথায় রাখা অনেক বেশি প্রয়োজন যে বিষয়গুলো আপনার সন্তানকে নিরাপত্তা দিবে সেই বিষয়গুলো তাদেরকে সবার আগে শিখিয়ে দিতে হবে যেমন বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে নিজের ঘরের নাম্বার মুখস্ত করতে হবে যদি পার্শ্ববর্তী কোন পুলিশ স্টেশন থাকে তার নাম্বার মুখস্ত করতে হবে এবং বিভিন্ন ধরনের ব্যবহার করা শেখাতে হবে। তাহলে কিন্তু একটা সন্তান নিজে থেকেই নিজে নিরাপত্তা বহন করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পরিদর্শন করে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ভালো থাকবেন।