You are viewing a single comment's thread from:
RE: "মা" ডাক শোনার থেকে, মা হওয়া টা এই সবচেয়ে কঠিন।
মা শব্দটি সবথেকে ছোট হলেও এর গভীরতা বিশ্বজোড়া।সৃষ্টিকর্তা এমন একটি শক্তি নারীর মধ্যে দিয়েছেন যা অন্য কারো কাছে নেই। মায়ের গর্ভে ৩৭ সপ্তাহ ধরে একটু একটু করে বেড়ে ওঠা আরেকটি মানব জীবন এ যেন সৃষ্টিকর্তার এক অপরূপ খেলা।
গর্ভধারণের প্রথম দিন থেকে সুস্থ ভাবেই পৃথিবীর আলো দেখানো ,শিশুকে লালন-পালন করা, শিশুকে প্রতিষ্ঠিত করা সকল ক্ষেত্রে মায়ের অবদানের কোন তুলনা হয়না। একটি সন্তান পাড়ে বাবা মায়ের ভিতর ভালবাসার সেতু তৈরি করে দিতে। পুরো পরিবারের মধ্যমনি হলো একটি সন্তান।
সত্যি আপনার এই পোষ্টটি পড়ে খুবই ভালো লাগলো। নবজাতক শিশু ও মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।
একদম ঠিক একটা মা জন্ম দেওয়া শুরু থেকেই তাকে বড় করা পর্যন্ত যে কষ্টটা করে তা অন্য কোন কিছুর সাথে তুলনা চলে না, মা এমন একটা জায়গা যেখানে চোখ বন্ধ করে ভরসা রাখা যায়।।। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য।