You are viewing a single comment's thread from:
RE: My Nominations For 2023 Steemit Awards
এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য শ্রদ্ধেয়া @ goodybest ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই । গতকাল আমাদের @sduttaskitchen এডমিন ম্যামের মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি । যা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। আপনি ,আপনার দক্ষতা , এবং সততা দিয়ে স্টিম প্ল্যাটফর্মে একটি সম্মানিত পরিচয় তৈরি করেছেন ।আপনি হলেন আমাদের সকল নারীর অনুপ্রেরণা ।
সত্যি বলতে ম্যাম আমি #incredibleIndia তে এসেছি চার থেকে পাঁচ মাস হল ।এই পরিবারের সদস্য হতে পেরে আমি অনেক খুশি। আমাদের এডমিন ম্যাম থেকে শুরু করে মডারেটরগণ এবং মেম্বার গন যথেষ্ট ভালো ।
আমার স্বপ্ন , আমি আমার সততা , কর্মদক্ষতা ও আপনাদের সহযোগিতা নিয়ে স্টিমিট প্লাটর্ফমে আমার পরিচয় গঠন করতে পারবো ।
ম্যাম,আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।
I my goodness! I'm overwhelmed right now. Thank you so much for your thoughtful commendations, it means a lot for me and I'm wishing you all the best dear!
Thank you, mam.