You are viewing a single comment's thread from:

RE: ফটোশ্যুট

in Incredible Indialast month

তোমার মত ফটোশুট করতে এখনকার দিনে মোটামুটি সকলেই পছন্দ করে। তবে বাড়িতে ক্যামেরাম্যান দাদা থাকার জন্য তোমার খুব সুবিধা হয়, যখন তখন ছবি তোলার সুযোগটা হয়। ফটোশুট করতে বেশ ভালো লাগে। তোমাকেও দেখতে ভীষণ সুন্দর লাগছে। তবে এ কথা ঠিক বলেছ যে এই ছবিগুলোই আমাদের জীবনে স্মৃতি হয়ে থেকে যাবে। সময় তো চলেই যাবে সময় তো আর ধরে রাখার জিনিস নাই। বিয়ের পর প্রত্যেকটি মেয়েরই পরিবর্তন হয় তোমারও পরিবর্তন হবে তখন এই ছবিগুলোই অনেক কিছু মনে করিয়ে দেবে। ফটোশুট করে সুন্দর সুন্দর ছবি শেয়ার করেছ।