কেনাকাটা করতে তুমি পছন্দ করো এটা আমি খুব ভালো করেই জানি। তবে আগের থেকে অনেকটাই খরচের হাত কমেছে জেনে বেশ ভালো লাগলো কোন জিনিস পছন্দ হলেই তো হুটহাট করে কিনে নাও। তবে শাড়ির কালেকশন গুলো দেখে আমারও ভীষণ নিতে ইচ্ছা করছে। মেয়েদের শাড়ি আর গয়না থেকে চোখ ফেরানোর উপায় নেই। যতই মনে করি যে নেব না তবুও ঠিক চোখ চলে যায়। তোমার কাকিমার জন্য সুন্দর একটা শাড়ি নিয়ে নিয়েছো আর সাথে মায়ের জন্য নিয়ে নিয়েছো। মায়ের জন্য শাড়ি কেনা হলে তোমারও অবশ্য একটু-আধটু করা হবে। যাইহোক সেদিনের শপিং করার সুন্দর মুহূর্ত শেয়ার করেছ।