ছোটবেলা থেকে রথ দেখতে যাওয়া নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে। তবে আমাদের পাড়ার রথ যখন ঘোরাতে নিয়ে যাওয়া হয় তখন কোনদিনই আমি দেখতে পাইনি। প্রত্যেক বছর আমার বড় মামা ওই রথের সাথে রথ টানতে যাই। তোমার পোষ্টের মাধ্যমে আমাদের পাড়ার রসটা ঘোরাতে নিয়ে যাওয়া হচ্ছে সেই দৃশ্য দেখতে পেলাম। রথ মানেই জিলিপি আর পাপড় ভাজা খাওয়া। তোমার পোস্ট পড়ে ভালো লাগলো।