You are viewing a single comment's thread from:

RE: আমসত্ত্ব তৈরীর রেসিপি

in Incredible India13 days ago

এ বছরে আমিও প্রথমবার আমসত্ত্ব তৈরি করেছিলাম। তবে তোমার মতো বিশেষ কোনো উপকরণ ব্যবহার করিনি, তোমার সমস্ত উপকরণ দিয়ে আর একবার বাড়িতে আমসত্ত্ব বানিয়ে দেখব। আমার আমসত্ত্ব খুব ভালোভাবে শুকিয়ে ছিল খেতেও খুব ভালো হয়েছিল তবে তোমারটা মসলা দিয়ে হয়তো আরো ভালো খেতে হবে। আম সব তো দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে। প্রত্যেকটি ছবি উপকরণ সহ আমসত্ত্ব বানানো রেসিপি শেয়ার করেছ। তোমার রেসিপি অনুযায়ী আর একবার বাড়িতে বানানোর ট্রাই করবো।