পহেলা বৈশাখ কেটে গেছে বেশ কিছুদিন হয়ে গেল।। যদিও নববর্ষের দিন সকালবেলায় গিয়ে শুভ নববর্ষ বাড়ির সকলকে জানিয়ে এসেছিলাম। নববর্ষের দিন সকালবেলাটা সকলেরই এই ভাবেই কেটে গিয়েছে। তবে এটা ঠিক কথা বলেছ ছোটবেলাকার মতো নববর্ষ এখন আমরা কাটাতে পারি না। ছোটবেলার কোন স্মৃতির সাথেই এখনকার কোন স্মৃতি মেলে না। হয়তো ছোটবেলার হালখাতার বিষয়টা বেশ ভালো ছিল। মনে হচ্ছে হালখাতা করে বেশ অনেক মিষ্টি পেয়েছো কিন্তু বৌদিকে তো একটা মিষ্টি খাওয়ালে না।