বাহ অনেকদিন পর আবার তোমার ছবি আঁকা দেখার সুযোগ হলো। তোমার হাজার ব্যস্ততার কারণে তুমি এতদিন ছবি আঁকতে পারোনি। আসলে বুঝুক ক্লাসে উঠলে পড়াশোনার চাপে সবকিছুই ছাড়তে হয়। সুন্দর ছবি এঁকে ভিডিও এর মাধ্যমে শেয়ার করেছ। তোমার ছবি আঁকা আমার খুব ভালো লাগে। পরবর্তী ছবি আঁকা দেখার অপেক্ষায় রইলাম।