এখনকার বেশিরভাগ মানুষই মা-বাবার পরিশ্রমের ফল দিতে পারে না। আমাদের ছোট থেকে মা বাবা কত কষ্ট করে আমাদের বড়ো করে তোলে। নিজে না খাইয়ে আমাদের মুখে অন্ন তুলে দেয়। আবার নিজের সামর্থের বাইরে গিয়েও আমাদের লেখাপড়া শেখায়। কিন্তু শেষ বয়সে এসে বেশিরভাগ মানুষই সেই পরিশ্রমের মর্যাদা দিতে পারেনা। বাবা-মা তাদের সবটুকু রোজগারের পয়সা দিয়ে আমাদের মানুষের মতো মানুষ করার চেষ্টা করে। কিন্তু তারা শেষ বয়সে এসে বুঝতে পারে যে তারা তাদের সন্তানকে ঠিকমতো মানুষই করতে পারেনি। বাবা-মা যখন বয়স হয় তখন বেশিরভাগ সন্তানে এখন মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনার পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো।
খুব ভালো লাগলো যে আপনি আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়েছেন।আসলে পিতামাতার ঋণ আমরা আমাদের রক্ত বিক্রি করেও যে শোধ করতে পারবো না তা হয়তো অনেকের জানা নেই।যারা পিতামাতাকে অবহেলা কিরে তারা নিশ্চয়ই কোনো না কোনো দিন এর প্রতিফলন পাবেই পাবে।সেটা নিজের সন্তানকে দিয়ে।