You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of January #2|The finest and most imperfect decision for my life journey!

in Incredible Indialast month

এই কনটেস্ট এর মাধ্যমে, আপনার চিন্তাভাবনা ব্যক্তিগত, অভিজ্ঞতা, পরামর্শ, ইত্যাদি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনার পোস্টের মাঝে, আপনি বাস্তবমুখী লেখা- তুলে ধরেন পাঠকদের মাঝে! এই কমিউনিটি আপনি তিলে-তিলে গড়ে তুলেছেন প্রায় অনেকটি বছর ধরে! কতই না, ঝড়, তুফান আসছে, তারপরও আপনি হাল ছাড়েন নাই।

আপনার কঠোর পরিশ্রম এবং ইচ্ছা শক্তির জন্য আমার মতন বা আরও অনেক নতুন পাঠকরা কাজ করার সুযোগ পেয়েছে। আপনার কাছ থেকে ভবিষ্যতে চলার জন্য অনেক কিছুই শেখার আছে। যা উদাহরণস্বরূপ আপনি নিজেই!

পরনির্ভরশীল না হয়ে বরং আত্মনির্ভরশীল হবার প্রয়াস করাই ভালো, সময় যে সবসময় অনুকূলে থাকবে,

আপনার এই উপরের কথাগুলো অনেক দামী একটি কথা, হয়তো আমার মত অগোছানো মানুষগুলো নিজের জীবন পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম। মানুষের সিদ্ধান্ত ভুল হোক, আর সঠিক হোক দুইটাই শিক্ষানীয় বিষয় আমাদের জন্য।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল দিদি। এই ভাবেই ছায়া হয়ে থাকবেন, আমাদের পাশে সব সময় এই আশাই করি !

Sort:  
 28 days ago 

@mdsuhagmia একটা দিন সমাপ্তির সাথে জীবন থেকে একটা দিন চলে যায়, শত প্রয়াসেও সেই দিন আর ফিরে আসে না! এই সামান্য অথচ বহুমূল্য কথাটি যেদিন মানুষ বুঝতে পারবে, সেদিন একমাত্র ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

মানুষ জন্ম পেয়ে শুধু ভিক্ষার ঝুলি নিয়ে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবার পূর্বে, যেটুকু তিনি দিয়েছেন, (যেমন সুস্থ্য শরীর নিয়ে জন্মগ্রহণ)
তার কতখানি মর্যাদা দিতে পারছি পরিশ্রম তথা মেধাকে ব্যবহার করে, এই ভাবনা যদি সঠিক সময় না ভাবা যায় তাহলে সময় কিন্তু বসে থাকবে না, সে তার মত কেটেই যাবে, পড়ে থাকবে আফসোস।

 28 days ago 

অনেক সুন্দর ভাবে কমেন্টের একটি উত্তর দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ দিদি।