আমি বিগত পোস্টে পড়েছিলাম আপনার শ্বশুর মশাই কে হসপিটালে ভর্তি করিয়েছিলেন। এ পোস্টের মাধ্যমে জানতে পারলাম উনাকে অন্য একটি হেলথ কেয়ার নামে একটি চিকিৎসা কেন্দ্র ভর্তি করেছেন। আপনার শ্বশুর জন্য দোয়া করি। সৃষ্টিকর্তা যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। দুলাভাই আর আপনার উপরে কয়েকদিন ধরে! অনেক ধবল যাচ্ছে, আর অনেক পরিশ্রম হচ্ছে বটে। আপনার পরিবারের জন্য দোয়া রইল দিদি।