বেশ সুন্দর এবং আলতো হাতে রান্না করেন আপনি, বলতেই হবে পোস্টটি পড়ে রান্নার হাত চমৎকার যদিও স্বাদ গ্রহন করার সুযোগ হবে কিনা কখনো জানিনা তবে এটা দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে খেতে।।
সত্যি কথা বলতে আমি মুলার সাথে একদম পছন্দ করি না, তবে আপনার রেসিপির ধরন দেখে এবং খুব সুন্দর গুছিয়ে রান্না করাটা দেখে আমার মনে হচ্ছে কোন একদিন তৈরি করা যেতে পারে,,। অবশ্য একদিন চেষ্টা করব ধন্যবাদ খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।