You are viewing a single comment's thread from:

RE: My Nominations For 2023 Steemit Awards

in Incredible Indialast year

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই যে আপনি চমৎকারভাবে আপনার লেখাটি উপস্থাপনা করেছেন।আপনার উপস্থাপনা থেকে আমাদের বেশ কিছু শেখার ব্যাপার রয়েছে। বিশেষ করে নিজের যুক্তি উপস্থাপনের দক্ষতার ব্যাপারটি।

Steemit Award 2023 পোস্টে আপনি বেস্ট author হিসেব@eliany কে best community contributer হিসেবে নিজেকে এবং বেস্ট কমিউনিটি হিসেবে আমাদের প্রিয় Incredible India community কে বাছাই করেছেন।

@eliany কে best author হিসেবে দেখার পরে আমি ওনার একটা লেখা পড়ার চেষ্টা করলাম। খুব বেশি লেখা পড়তে পারিনি তবেএকটি পোস্ট পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ওনার লেখাতে আমি যে জিনিসটি পেলাম তাহলো খুব সহজ ও স্বাভাবিক ভাবে উনি যেকোন বিষয় উপস্থাপন করেন এবং লেখাগুলো খুব গোছানো হয়। উনার ডেইলি ডায়েরি গেমেও শিক্ষনীয় বিষয় থাকে। যেটা আমি অন্য পোস্টে খুব কমই পেয়ে থাকি। এ কারণে আমাকে বলতে হয় আপনি সঠিক নির্বাচন করেছেন।

এছাড়া আপনি বেস্ট কনট্রিবিউটর হিসেবে নিজেকে উপস্থাপনা করেছেন। সাম্প্রতিক সময় বিভিন্ন ঘটনায় আপনার ও @sduttaskitchen ম্যামের অবদান আমাদের নজরে পড়েছে। সেই হিসেবে আমি বলতে পারি কমিউনিটির জন্য আপনি নিঃস্বার্থভাবে ও অত্যন্ত পরিশ্রমের সহিত নিরলস কাজ করে যাচ্ছেন। ফলে আপনার নিজেকে নির্বাচন সম্পূর্ণ সঠিক।

সেরা কমিউনিটি হিসেবে ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটিকে আপনি বাছাই করে নিয়েছেন।এতে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি।আপনি যথার্থই বলেছেন এই কমিউনিটিতে প্রত্যেকটি কাজ সময়ানুযায়ী হয়ে থাকে।এডমিন দিদি আমাদের মত সাধারন ইউজারদের কে প্রতিনিয়ত উৎসাহিত করতে থাকেন যাতে আমরা ভালো পোস্ট করতে পারি এবং কমিউনিটিতে নিজের অবদান রাখতে পারি।

সর্বোপরি আমি নিজেও স্বপ্ন দেখি কখনো আমারও নাম সবাই জানবে এবং আমিও আমার কমিউনিটির জন্যে অবদান রাখতে পারবো ।

আমাদের কমিউনিটির প্রতি আপনার সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক মনোভাব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। ষ্টিমিট সম্পর্কে আমাকে আরো বেশি আগ্রহী করে তুলেছে। তাই আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

Sort:  
 last year 

Hi dear @hasnahena thank you so much for your wonderful commendations, you know what? Continue trying your best and be consistent then all your dreams will come true. The slow and steady always win the race. Sending hugs 💕🤗

 last year 

Thanks a lot mam.

Oh my goodness!! Thank you so much @hasnahena for your nice commendation I appreciate you very much thank you

 last year 

It's my pleasure.