দারিদ্র ব্যক্তির পাশে থাকুন এবং সাহায্য করুন
দারিদ্র ব্যক্তির পাশে থাকুন এবং সাহায্য করুন হইত আপনার সাহায্যে কারনে দারিদ্র থেকে মুক্তি পেতে পারে
আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে। না পারে কারও কাছে হাত পাত্তে না পারে কারও কাছে সাহায্য চাইতে । এদেরকে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় তাহলে এরা স্বাভাবিক জিবনে ফিরে আসতে পারে । আর এই উদ্দক যদি আমরা সবাই একসাথে নেই তাহলে আমাদের সমাজের দারিদ্রতা মুক্ত করা সম্ভব । আমাদের সমাজে ২ রকমের দারিদ্র মানুষ দেখা যাই। কেউ অভাবে আবার কেউ স্বভাবে । যারা স্বভাবে দারিদ্র ব্যাক্তি সাজে এদের জন্য যারা প্রকৃ্ত পক্ষে দারিদ্র তারা পিছনে পড়ে যাই । এরা সমাজের মানুষের সাহায্য পাই না।
আমাদের দেশে এখনও অনেক পরিবার আছে যারা সামান্য সাহায্য পাইলে এরা দারিদ্র থেকে মুক্তি পাবে । তাদের জন্য আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উছিদ। এদের জন্য সামান্য কর্মসংস্থানের বাবস্তা করে দিলে আমার মনে হয়। তারা দারিদ্র থেকে মুক্তি পাবে । আমাদের দেশে যতগুলো ফকির আছে সবাইকে কোন না কোন কর্মসংস্থানের বাবস্তা করে দিতে হবে।
ভিক্ষা করা খুব ভাল কাজ নই । এটা সমাজের নিম্ন কাজ। আবার অনেকে এই ভিক্ষাকে ব্যাবসা মনে করে। আমার নিজের চোখে দেখা ঢাকা সাভারে কইদিন আগে দেখেছি অভার ব্রিজের নিচে ভিক্ষুকরা জাইগা কিনে রাখছে মানে পুলিশকে ২০০/৩০০ টাকা দেই প্রতেকদিন ভিক্ষার জাইগার জন্য। মজার বেপার হল আমি জাইতেছি হটাত ২ ফকিরে মারামারি করতেছে জাইগাই জন্য আমি বিষয়টা দেখার জন্য একটু থামলাম। পড়ে বুজলাম পুলিশে ২ ফকিরের কাছ থেকে টাকা নিয়েছে । আমাদের দেশের পুলিশরা ফকিরের থেকেও ফকির । যত নিম্নতম কাজ এই পুলিশ করে। আমি সব পুলিশকে দাই করছি না। কিছু পুলিশ এর জন্য সকলের বদনাম হয়।
সব মানুষের দারিদ্রতা এক বারে শেষ করা সম্ভব নই । কিন্তু আমারা যদি আমাদের নিজ এলাকার কিছু দারিদ্র মানুষের উপর সাহায্যের হাত বাড়াই দেই ।তাহলে আসতে আসতে সব দারিদ্র মুক্ত করা সম্ভব।
আসুন আমরা সকলে একসাথে এই কাজটি সমাধান করার চেষ্টা করি ।
দারিদ্র কেউ স্বভাবে আর কেউ অভাবে। কিন্ত দারিদ্র খালি সাহায্য করলেই নিরসন করা সম্ভব না। দেখা যায় আমাদের দেশের ৪৫%+ যুবক ই বেকার এবং বড় অসহায়। যোগ্যতা অনুযায়ী তাদের কর্মস্থলে যোগ দেওয়া উচিত। বাংলাদেশ সম্ভাবনার দেশ। এদেশের মাটি সোনার চেয়েও খাটি। তাই বিদেশ মুখী না হয়ে @bangladesh71 এ অর্জিত সোনার বাংলায় কিছু করে দেখাক। তবেই স্বার্থক হবে আমাদের স্বাধীনতা। আর পুলিশ নিয়ে যা বলছেন @mrsadam ভাই কি বলবো ভিক্ষারির কাছ থেকে টাকা নিবে না কেন? তাদের চাকুরিতে ঢোকার সময় কিন্ত কোনো এক উপরোস্ত কর্মকর্তাকে ঘুষ দিয়েই চাকুরি পেয়েছে। তাই তাদের চালান উঠাইতেছে আর কি! ঘুষ কথাটা যেদিন সত্যিকিার্থে মুছে ফেলা যাবে তখন হয়তো এমনটা হবে না। তখন পুলিশ হবে জনগনের বন্ধু এবং দেশের মানুষের নিরাপক্তাকারী.
You got a 33.48% upvote from @postpromoter courtesy of @mrsadman!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
You got a 3.77% upvote from @emperorofnaps courtesy of @mrsadman!
Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!
IT IS A GOOD IDEA, YOU THINK IN POOR PEOPLE. OUR HELP TO THEM.
thank you.. you can help poor people too