You are viewing a single comment's thread from:
RE: দারিদ্র ব্যক্তির পাশে থাকুন এবং সাহায্য করুন
দারিদ্র কেউ স্বভাবে আর কেউ অভাবে। কিন্ত দারিদ্র খালি সাহায্য করলেই নিরসন করা সম্ভব না। দেখা যায় আমাদের দেশের ৪৫%+ যুবক ই বেকার এবং বড় অসহায়। যোগ্যতা অনুযায়ী তাদের কর্মস্থলে যোগ দেওয়া উচিত। বাংলাদেশ সম্ভাবনার দেশ। এদেশের মাটি সোনার চেয়েও খাটি। তাই বিদেশ মুখী না হয়ে @bangladesh71 এ অর্জিত সোনার বাংলায় কিছু করে দেখাক। তবেই স্বার্থক হবে আমাদের স্বাধীনতা। আর পুলিশ নিয়ে যা বলছেন @mrsadam ভাই কি বলবো ভিক্ষারির কাছ থেকে টাকা নিবে না কেন? তাদের চাকুরিতে ঢোকার সময় কিন্ত কোনো এক উপরোস্ত কর্মকর্তাকে ঘুষ দিয়েই চাকুরি পেয়েছে। তাই তাদের চালান উঠাইতেছে আর কি! ঘুষ কথাটা যেদিন সত্যিকিার্থে মুছে ফেলা যাবে তখন হয়তো এমনটা হবে না। তখন পুলিশ হবে জনগনের বন্ধু এবং দেশের মানুষের নিরাপক্তাকারী.