সংসার পিঠা রেসিপি🥰
হ্যালো
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
শীত চলেই গিয়েছিল হঠাৎ আবারও এতোটাই কনকনে ঠান্ডা পড়েছে যে সহ্য করার মতো নয়।শীতের দিনে শীত হবে এটাই স্বাভাবিক তাই বলে এতো। শীতকালে নানান রকমের পিঠাপুলির আয়োজন হয় বাড়িতে। খেলতে ও বেশ মজা লাগে পিঠাপুলি।প্রতি বাড়ি তে ধুম পড়ে যায় পিঠার।
আজকে আমি একটি মজাদার পিঠা তৈরি করবো আর সেই পিঠার নামটি মজাদার। অনেকেই হয়তো অবাক হচ্ছেন পিঠার নাম দেখে হ্যাঁ আমিও অবাক হয়েছিলাম এই পিঠার নাম শুনে।
হঠাৎ ফেসবুকে দেখলাম এক পরিচিত ভাইয়া এই পিঠার ছবি দিয়েছে। আমি ওনাকে কমেন্ট করলাম পিঠা গুলোর নাম কি কারণ এই পিঠা কখনো দেখিনি এবং খাইনি। ওনি বল্লেন মানিকগঞ্জের বিখ্যাত পিঠা সংসার পিঠা বা জামাই পিঠা।মানে এক পিঠার দুটো নাম একটি সংসারও জামাই পিঠা।বেশ ভালো লাগলো পিঠা গুলো দেখে।ওনি যেহেতু ছেলে মানুষ তাই রেসিপি চাইলাম না। সোজা ইউটিউবে গিয়ে সার্চ দিলাম সংসার পিঠা নামে চলে আসলো বানানো পদ্ধতি। আমি শিখে নিলাম এবং বানিয়ে নিলাম।বানিয়ে খাওয়ার পর তো মুগ্ধ হয়ে গেছি অসাধারণ সুন্দর মচমচে সুস্বাদু এই পিঠা।দারুণ খেতে।
তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন
চালের গুড়ি | ১কেজি |
---|---|
খাসির চর্বি | ৫০০গ্রাম |
আলু | ৫০০গ্রাম |
পেঁয়াজ কুচি | ৫০গ্রাম |
পেঁয়াজ বাটা | ৩ টেবিল চামুচ |
রসুন বাটা | ৩টেবিল চামুচ |
আদা বাটা | ২ টেবিল চামুচ |
জিরা বাটা | ২ টেবিল চামুচ |
লবন | স্বাদমতো |
হলুদ | পরিমাণ মতো |
মরিচের গুড়া | ৩টেবিল চামুচ |
ভোজ্য তেল | পরিমাণ মতো |
প্রথম ধাপ
প্রথমে আলু কুচি করে নিয়েছি ও খাসির চর্বি ধুয়ে পরিস্কার করে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
প্রথমে চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি ও তাতে পেঁয়াজ গোটা জিরা ফোড়ন দিয়েছি।পেঁয়াজ গুলো একটু ভেজে নিয়েছি পেঁয়াজ নরম হয়ে এসেছে সেখানে আলু কুচি দিয়েছি।
তৃতীয় ধাপ
চতুর্থ ধাপ
পঞ্চম ধাপ
ষষ্ঠ ধাপ
তৃতীয় ধাপ
প্রথমে পরিমাণ মতো জল জ্বাল করে নেবো লবন দিয়ে জল ফুটিয়ে উঠেছে এখন চালের গুড়ি গুলো দিয়ে নারাচারা করে সিদ্ধ করে নেবো।
দ্বিতীয় ধাপ
সিদ্ধ হয়ে গেছে আটা গুলো তাই নামিয়ে নিয়েছি ও সেগুলো মেখে খুব ভালো করে ডো বানিয়ে নিয়েছি।
তৃতীয় ধাপ
এখন লেচি কেটে কেটে গোল করে নিয়েছি।
চতুর্থ ধাপ
এখন একে একে সব গুলো রুটি বেলে নিয়েছি ও রেখে দিয়েছি।
পঞ্চম ধাপ
প্রথমে আলু কুচি করে নিয়েছি ও খাসির চর্বি ধুয়ে পরিস্কার করে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
প্রথমে চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি ও তাতে পেঁয়াজ গোটা জিরা ফোড়ন দিয়েছি।পেঁয়াজ গুলো একটু ভেজে নিয়েছি পেঁয়াজ নরম হয়ে এসেছে সেখানে আলু কুচি দিয়েছি।
সপ্তম ধাপ
এখন লবন হলুদ দিয়েছি,মরিচের গুড়া ও বাটা সব গুলো উপকরণ দিয়েছি ও তা খুব ভালো করে নারাচারা করে মিশিয়ে নিয়েছি ও ভেজে নিয়েছি।
অষ্টম ধাপ
এখন আলুতে খাসির চর্বি গুলো দিয়েছি ও তা নারাচারা করে নিয়েছি ও অল্প পরিমাণের জল দিয়ে রান্না করে নিয়েছি ও হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি।
নবম ধাপ
এখন আগে থেকে বেলে রাখা রুটি গুলো একটি চাকুর সাহায্যে কেটে দু ভাগ করে নিয়েছি।
দশম ধাপ
এখন একটি কাটা রুটির অংশ ভাজ করে নিয়েছি এভাবে।
একাদশ
এখন ভিতরে আগে থেকে আলু ও খাসির চর্বির তেল দিয়ে বানিয়ে রাখা পুর ভরিয়ে দিয়েছি ও মুখটা চাপ দিয়ে বন্ধ করে নিয়েছি। এভাবে সব গুলো পিঠা বানিয়ে নিয়েছি।
দ্বাদশ ধাপ
এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি ও তেল গরম হলে আগে থেকে বানিয়ে রাখা পিঠা গুলো দিয়েছিও ভেজে নিয়েছি।
ত্রয়োদশ ধাপ
এখন সব গুলো পিঠা মচমচে করে ভেজে নিয়েছি ও নামিয়ে নিয়েছি এবং গরম গরম পরিবেশ করেছি।
পরিবেশন
এই ছিলো আমার আজকের চমৎকার সুস্বাদু সংসার পিঠা বা জামাই পিঠা রেসিপি।রেসিপিটির নাম অদ্ভুত হলেও খেতে ভীষণ মজাদার রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | রেসিপি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
মজার মজার পিঠা গুলো খেতে আমি একটু বেশি ভালোবাসি। আর যদি এরকম পিঠা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে আপনার তৈরি করা পিঠা। এরকম লোভনীয় খাবারগুলো দেখলে আমার অনেক লোভ লাগে। মাঝেমধ্যে এই পিঠা গুলো আমার খাওয়া হয়ে থাকে। এত মজাদার পিঠা রেসিপি নিয়ে সবার মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
সত্যি অনেক সুস্বাদু পিঠা ভাইয়া এটা।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
নাম শুনেই তো ভালো লাগছে, সংসার পিঠা নামটা কখনো শোনা হয়নি। জামাই পিঠা নামটা শুনেছি তবে এগুলোকে যে জামাই পিঠা বলে আপনার পোস্ট দেখে প্রথম জানলাম। রেসিপিটি কিন্তু দারুণ।আমার কাছে একেবারেই নতুন লাগলো। কত সুন্দর ভাবে গুছিয়ে আপনি পিঠাতৈরি করেছেন। শীতের সময় এরকম পিঠা হলে মন্দ হয় না। যাইহোক আপু, আপনার থেকে নতুন একটি রেসিপি শিখে নেওয়া গেল। সংসার পিঠা তৈরি করার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আমি এই পিঠা কখনে বানাইনি এবং নামও শুনিনি তবে মানিকগঞ্জের এক ভাইয়ের পিঠার ফটোগ্রাফি দেখে ও নাম শুনে খুব ভালো লেগেছে এবং বানানোর ইচ্ছে থেকে বানিয়ে ফেলেছি।খেতে অসাধারণ সুন্দর এই পিঠা।
পিঠার এ কেমন নাম ব্যবহার করেছেন আপনি। কিছুটা সমুচা আবার সিঙ্গারার মতো। যাই হোক রেসিপিটা দারুন ছিল। অনেক ভালো লাগলো এত সুন্দর ভাবে তৈরি করতে দেখি। আশা করি অনেক সুস্বাদু হয়েছে।
হাহাহাহা পিঠার নাম এটি ভাইয়া আমি ব্যাবহার করিনি। এই পিঠা না কি মানিকগঞ্জের বিখ্যাত পিঠা।ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।
এই পিঠার নাম শুনে তো অনেক বেশি অবাক হলাম। তবে পিঠাগুলো তো দেখে মনে হচ্ছে অনেক বেশি মজাদার। পিঠাগুলো জামাই, বউ, ছেলেমেয়ে এরকম লাগছে। তাই মনে হয় পিঠাগুলোর নাম সংসার পিঠা😁🤭। যাইহোক দেখেই বোঝা যাচ্ছে এই পিঠাগুলো অনেক বেশি মজাদার। পিঠা গুলো দেখে কিন্তু লোভ লাগলো আমার খাওয়ার জন্য।
পিঠার নাম শুনে আমিও অবাক প্রথম বানিয়েছি ও প্রথম খেয়েছি অনেক সুস্বাদু রেসিপিটি।
শীতকালে যে কোন তেলেভাজা জিনিস খেতে খুবই ভালো লাগে আর হজম ও তাড়াতাড়ি হয়ে যায়। তোমার এই রেসিপিটা অনেকটাই সিঙ্গারা বানানোর মতো। মানে মাংসের সিঙ্গারা। সেই জায়গায় তুমি সুন্দর একটা নাম দিয়েছো। এবং নামটিই আগ্রহ তৈরি করছে রেসিপিটি পুরোটা দেখার।
আমার দেয়া নাম নয় এটাই এই পিঠার নাম। সিঙ্গারার মতো হলেও খেতে মুচমুচে এই পিঠা।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার মজাদার সংসার পিঠা দেখে ভীষণ ভালো লাগলো। আমি তো প্রথমে লেখাটি দেখে ভেবেছিলাম সিঙ্গারা পিঠা। মা-বাবা কিন্তু পরবর্তীতে ভালো করে দেখে বুঝলাম সংসার পিঠা লিখেছেন। যাইহোক পিঠাগুলো দেখে মনে হচ্ছে ভীষণ মজাদার হয়েছে। এত সুন্দর পিঠা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
এই পিঠার নাম সংসার পিঠা খেতে অনেক মজাদার ও সুস্বাদু।
ঠিক বলেছেন আপু শীতের সময়ে শীত লাগবে এটাই স্বাভাবিক। শীতের শেষের দিকে এসে বেশ ঠান্ডা পড়েছে আর এমন আবহাওয়া আমার কাছে বেশ ভালো লাগছে। যাই হোক আপনি যে পিঠা শেয়ার করেছেন তা আমার খুবই পছন্দের একটি পিঠা। তবে আমরা সবসময় মুরগির মাংস এভাবে ছোট করে কেটে তারপর তৈরি করি। খাসির চর্বি দিয়ে কখনও খাওয়া হয়নি। একদিন অবশ্যই তৈরি করে দেখবো। আমার তো পিঠা দেখেই খুব খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
মুরগির মাংস দিয়ে ও অনেকে করে আমি যেহেতু মুরগী খাই না সেজন্য খাসির চর্বি দিয়ে করেছি।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
জামাই পিঠা নাম শুনেছি তবে সংসার পিঠা নামটা কখনো শোনা হয়নি। এই পিঠা আমারও কখনো খাওয়া হয়নি। আপনি youtube থেকে শিখে রেসিপিটা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপনার কাছ থেকে আমিও শিখে নিলাম। তবে পিঠার নামটা বেশ অদ্ভুত। যাই হোক ধন্যবাদ আপু এত সুস্বাদু একটা পিঠার রেসিপি শেয়ার করার জন্য।
এই পিঠার নাম সংসার পিঠা বা জামাই পিঠা। অনেক সুস্বাদু এই পিঠা গুলো।ধন্যবাদ চমৎকার পিঠা রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
হাহাহ! আপু আমাদের দিকে এ পিঠার নাম সমসা পিঠা। ভিতরে নারকেল বা সবজি দেয়াও যায়। আপনি যেভাবে বানিয়েছেন খেতে মেবি অন্যরকম স্বাদ হয়েছে।
আপনাদের ওখানে সমসা পিঠা বলে জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।