নাম শুনেই তো ভালো লাগছে, সংসার পিঠা নামটা কখনো শোনা হয়নি। জামাই পিঠা নামটা শুনেছি তবে এগুলোকে যে জামাই পিঠা বলে আপনার পোস্ট দেখে প্রথম জানলাম। রেসিপিটি কিন্তু দারুণ।আমার কাছে একেবারেই নতুন লাগলো। কত সুন্দর ভাবে গুছিয়ে আপনি পিঠাতৈরি করেছেন। শীতের সময় এরকম পিঠা হলে মন্দ হয় না। যাইহোক আপু, আপনার থেকে নতুন একটি রেসিপি শিখে নেওয়া গেল। সংসার পিঠা তৈরি করার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আমি এই পিঠা কখনে বানাইনি এবং নামও শুনিনি তবে মানিকগঞ্জের এক ভাইয়ের পিঠার ফটোগ্রাফি দেখে ও নাম শুনে খুব ভালো লেগেছে এবং বানানোর ইচ্ছে থেকে বানিয়ে ফেলেছি।খেতে অসাধারণ সুন্দর এই পিঠা।