জামাই পিঠা নাম শুনেছি তবে সংসার পিঠা নামটা কখনো শোনা হয়নি। এই পিঠা আমারও কখনো খাওয়া হয়নি। আপনি youtube থেকে শিখে রেসিপিটা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপনার কাছ থেকে আমিও শিখে নিলাম। তবে পিঠার নামটা বেশ অদ্ভুত। যাই হোক ধন্যবাদ আপু এত সুস্বাদু একটা পিঠার রেসিপি শেয়ার করার জন্য।
এই পিঠার নাম সংসার পিঠা বা জামাই পিঠা। অনেক সুস্বাদু এই পিঠা গুলো।ধন্যবাদ চমৎকার পিঠা রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।